সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার গণ্ডি পেরিয়ে ‘বিনোদিনী’ এবার জাতীয় স্তরে। শুক্রবারই রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ জাতীয় স্তরে মুক্তি পেয়েছে। বাংলার রঙ্গমঞ্চের সাম্রাজ্ঞীর জীবনী সেলুলয়েডে দেখছে ভারত। সেই উপলক্ষেই বলিউড এবং দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তরফেও শুভেচ্ছা এল রামকমল, রুক্মিণী মৈত্রর কাছে।
২৩ জানুয়ারি বাংলায় মুক্তি পেয়েছিল ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। নাট্যসম্রাজ্ঞীর জীবনী সফলভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। আর ঠিক সেই কারণেই ‘বিনোদিনী’ (Binodinii) মুক্তির পর থেকে হল ভিজিট হোক বা যে কোনও অনুষ্ঠান, যেখানেই যাচ্ছেন প্রশংসা কুড়োচ্ছেন অভিনেত্রী। দর্শক, সিনেসমালোচকদের রায়ে ঝকঝকে মার্কশিট তাঁর। নিজেকে ভেঙেচুরে বিনোদিনীর চরিত্র আত্মস্থ করেছেন। আর সেই কঠোর কসরতের ফলই হাতেনাতে পাচ্ছেন বর্তমানে। এবার বাংলায় রিলিজের এক সপ্তাহের মধ্যেই জাতীয় স্তরে মুক্তি পেল এই সিনেমা। শুক্রবার সেই প্রেক্ষিতে এক্স হ্যান্ডেলে রামকমল মুখোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। জুনিয়র বচ্চনকে পালটা ধন্যবাদ জানাতেও ভুললেন না পরিচালক। আর তার ঠিক কিছুক্ষণের মধ্যেই আর মাধবনের (R Madhavan) তরফে শুভেচ্ছা এল। ‘বিনোদিনী’ ট্রেলার শেয়ার করে বলিউডের ম্যাডি লিখেছেন, “এই অসাধারণ প্রচেষ্টার জন্য তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা রামকমল। আমি নিশ্চিত যে ছবিটা তোমাদের অত্যন্ত গর্বিত করবে এবং ইতিহাস তৈরি করবে। জাতীয় স্তরে রিলিজের জন্য বিনোদিনীর গোটা টিমকে শুভেচ্ছা।”
শুক্রবার মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, পুণে, গুয়াহাটি, হায়দরাবাদ এবং নয়ডা-সহ একাধিক জায়গায় মুক্তি পেয়েছে রুক্মিণীর ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। সম্প্রতি মুম্বইতেও ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন মহেশ ভাট, মধুর ভাণ্ডারকর, এষা দেওল-সহ আরও অনেকে। দুই বলিউড পরিচালকই পর্দায় বিনোদিনীর ভূমিকায় রুক্মিণীকে দেখে প্রশংসায় পঞ্চমুখ। এবার জাতীয় স্তরে রিলিজ উপলক্ষেও শুভেচ্ছার জোয়ারে ভাসছেন পরিচালক, অভিনেত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.