Advertisement
Advertisement

Breaking News

Abhishek Bachchan Nora Fatehi

ঐশ্বর্যকে লুকিয়ে নোরার সঙ্গে রাতপার্টি অভিষেকের! নেটপাড়ার প্রশ্ন, ‘বউ জানে?’

ভাইরাল নোরা-অভিষেকের পার্টির ভিডিও। দেখুন।

Abhishek Bachchan, Nora Fatehi Groove To Aishwarya Rai's Kajra Re At Club | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:June 14, 2023 7:06 pm
  • Updated:June 14, 2023 7:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মরোক্কান সুন্দরী নোরা ফতেহির সঙ্গে রাতপার্টিতে বিভর অভিষেক বচ্চন। ঘড়ির কাটা তখন রাত ১২টা পার। হুঁশ নেই কারও! মধ্যরাতের মজলিশে তখন বাজছে অভিষেক বচ্চনের ‘বান্টি অউর বাবলি’ সিনেমার গান- ‘কাজরা রে…’। আর সেই গানেই নোরা ফতেহির সঙ্গে কোমর দোলাচ্ছেন জুনিয়র বচ্চন।

এমন মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ ছাড়েননি প্রত্যক্ষদর্শীরা। নোরা-অভিষেকের নাচের সেই ভিডিওই এখন নেটপাড়ায় ভাইরাল। বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, নোরা ফতেহির সঙ্গে অভিষেক বচ্চন সম্প্রতি এক সিনেমার শুট শেষ করেছেন। পরিচালক রেমো ডিসুজার ছবি। নাচকে কেন্দ্র করেই ছবির প্লট। সেই ছবির শেষ দিনেই ব়্যাপ আপ পার্টিতে অভিষেক-নোরাকে ডান্স ফ্লোর মাতাতে দেখা গেল।

Advertisement

[আরও পড়ুন: অভিশপ্ত ১৪জুন! সুশান্তের সঙ্গে ভিডিও পোস্ট রিয়ার, ‘বিহারে আয়, দেখে নেব’, এল হুমকি]

সোমবার বান্দ্রার এক হোটলে সেই পার্টি আয়োজিত হয়েছিল। গভীর রাত পর্যন্ত মজলিশ চলে সেখানে। সেখান থেকেই ফাঁস নোরা-অভিষেকের নাচের দৃশ্য। আরেকটি ভিডিওতে দেখা যায়, অভিষেক বাবা অমিতাভ বচ্চনের জুম্মা চুম্মার মতো আইকনিক গানেও নাচছেন। প্রত্যক্ষদর্শীরা তখন উল্লাসে ফেটে পড়েছিলেন। সেসব ভিডিও ভাইরাল হতেই জুনিয়র বচ্চনের উদ্দেশে নেটপাড়ার নিন্দুকদের প্রশ্ন, “স্ত্রী ঐশ্বর্য জানে?”

প্রসঙ্গত, এদিন রাতেই বান্দ্রার ওই হোটেলের বাইরে নোরা ফতেহিকে পাপ্পারাজিরা ঘিরে ধরে। পরনে কালো রঙের স্যাটিন পোশাকে দিব্যি মানিয়ছিল তাঁকে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bollywood Buzz (@bollytellybuzz)

[আরও পড়ুন: ‘সাথী’র বিজয় থেকে টলিউডের ‘বস’! ইন্ডাস্ট্রিতে ২১ বছর কাটিয়ে আবেগঘন জিৎ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement