Advertisement
Advertisement

Breaking News

Abhishek Bachchan

‘বৈবাহিক জীবনে ইতি…’, ঐশ্বর্যর সঙ্গে ডিভোর্সে সিলমোহর! অভিষেকের প্রতিক্রিয়া ঘিরে চর্চা

'ভালোবাসা যখন কঠিন হয়ে ওঠে', কী বললেন জুনিয়র বচ্চন?

Abhishek Bachchan 'Likes' Post on Divorce Days After Aishwarya Rai's Solo Appearance at Ambani Wedding

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:July 18, 2024 2:00 pm
  • Updated:July 18, 2024 2:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বচ্চন পরিবারে ফাটল ধরার খবর নতুন নয়! মাসখানেক ধরেই অভিষেক-ঐশ্বর্যর বিবাহ বিচ্ছেদের জল্পনা তুঙ্গে। জুনিয়র দম্পতিও একাধিক অনুষ্ঠানে আলাদা উপস্থিতিতে সেই গুঞ্জনের পালে হাওয়া দিয়েছেন। এবার অভিষেক বচ্চনের এক প্রতিক্রিয়া নিয়ে ডিভোর্সের জল্পনা আরও বাড়ল। একাংশের ধারণা, জুনিয়র বচ্চন (Abhishek Bachchan) সম্ভবত সিলমোহরই বসালেন বিবাহ বিচ্ছেদের খবরে।

বিবাহ বিচ্ছেদ সম্পর্কিত এক পোস্টে লাইক ঠুকেছেন জুনিয়র বচ্চন। হিনা খন্ডেলওয়াল নামে জনৈকর পোস্টে সাফ লেখা- “যখন ভালোবাসাই যখন কঠিন হয়ে ওঠে। বিবাহিত দম্পতিরা তখন প্রায়শই বিচ্ছেদের পথে হাঁটেন। তাঁদের এহেন সিদ্ধান্তের নেপথ্যে কী কারণ? কেন ধূসর বিবাহ বিচ্ছেদের সংখ্যা এত বাড়ছে?” এখানেই শেষ নয়! ওই পোস্টে বিবাহ বিচ্ছেদের হার বাড়া নিয়েও আলোচনা করা হয়েছে। ‘ডিভোর্স যে মোটেই সহজ পন্থা নয়, সেকথাও স্পষ্ট উল্লেখ রয়েছে সেখানে। প্রতিটা দম্পতিই স্বপ্ন দেখেন সারাটা জীবন একসঙ্গে পথচলার, বয়স হলেও পরস্পরের হাত শক্ত করে ধরে রাখার। কিন্তু সেই ইচ্ছে সবসময়ে পূরণ হয় না। একসঙ্গে অনেকটা সময় কাটানোর পরও ছোট-বড় বিষয়ের জন্য বৈবাহিক জীবনে ইতি টানার সিদ্ধান্ত নেন!’ এই পোস্টেই অভিষেক বচ্চন লাইক করেছেন। সেটা নজর এড়ায়নি নেটপাড়ার। অতঃপর আবারও সোশাল মিডিয়ার নীতিপুলিশেরা জুনিয়র বচ্চন দম্পতির সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া শুরু করেছে। তাঁদের একাংশের প্রশ্ন, ‘তাহলে কি সত্যিই ডিভোর্সের পথে হাঁটছেন ঐশ্বর্য-অভিষেক?’

Advertisement

[আরও পড়ুন: ‘যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল, ওঁকে দেখার জন্য…’, কঙ্গনাকে সংসদে পেয়ে ‘গদগদ’ চিরাগ!]

শোনা যায়, ননদ শ্বেতা ও শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে কোন্দলের জন্যই নাকি ঐশ্বর্য রাই বচ্চন বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন! বলিপাড়ার অন্দরে মাসখানেক ধরেই এমন গুঞ্জন। সম্পত্তির জেরেই নাকি এহেন বিবাদ! বলিউডে কানাঘুষো শোনা যায়, মেয়েকে বিলাসবহুল বাংলো প্রতীক্ষা উপহার দেওয়াতেই নাকি বেজায় চটেছেন বউমা ঐশ্বর্য (Aishwarya Rai)। আম্বানিদের বিয়েতেও সেই মান-অভিমানের পালা বহাল থেকেছে! মেয়ে আরাধ্যাকে নিয়ে একাই এয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। ওদিকে মেয়ে-জামাই শ্বেতা ও তাঁর পরিবারের সঙ্গে আম্বানিদের লাল গালিচায় পোজ দিয়েছেন জয়া-অমিতাভ। একই পরিবারের সদস্যদের আলাদা ফ্রেমে দেখে নেটপাড়া ‘আলাদা টিম’ বলেও কটাক্ষ করতেও ছাড়েনি! এবার অভিষেক বচ্চনের প্রতিক্রিয়া আরও নাড়িয়ে দিল নেটপাড়াকে।

[আরও পড়ুন: অর্জুনকে ছেড়ে নতুন পুরুষে মজে মালাইকা! দিলেন ‘গরম’ খবর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement