Advertisement
Advertisement
অভিষেক বচ্চন

পথকুকুরদের জন্য ত্রাণ তহবিল, ফারাহর মেয়েকে ১ লক্ষ টাকা অর্থ সাহায্য অভিষেকের

বলিউডের অনেক সেলিব্রিটিই দান করেছে ফারাহের মেয়ের ত্রাণ তহবিলে।

Abhishek Bachchan helps Farah Khan's daughter for relief fund by giving 1 Lakh rupees
Published by: Bishakha Pal
  • Posted:April 28, 2020 1:36 pm
  • Updated:April 28, 2020 9:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথকুকুরদের জন্য খাবারের ব্যবস্থা করতে এক অভিনব উদ্যোগ নিয়েছে ফারহা খানের মেয়ে অন্যা। নিজের আঁকা ছবি বিক্রি করে সে গড়েছে একটি ত্রাণ তহবিল। সেখানে যে টাকা জমা পড়বে তা থেকেই পথকুকুরদের খাওয়ার বন্দোবস্ত করা হবে। সেই ত্রাণ তহবিলে এবার ১ লক্ষ টাকা অর্থ সাহায্য করলেন অভিষেক বচ্চন।

এই দুঃসময়ে অসহায়, সম্বলহীন মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। কিন্তু ওই অবলা প্রাণীগুলোও তো অসহায়। আমরা মানুষরা না হয় নিজেদের খাদ্যসংস্থানের জোগাড়টুকু করে রাখতে পারছি, কিন্তু ওদের সে সুযোগও নেই! অভুক্ত থেকে খিদের জ্বালায় রাস্তার এদিক-ওদিক ঘুরঘুর করছে। ওদের কথা মাথায় রেখেই এগিয়ে এল খ্যাতনামা পরিচালক-ডান্স কোরিওগ্রাফার ফারাহ খানের ১১ বছরের মেয়ে অন্যা। ফারাহকন্যা নিজে হাতে পোষ্যদের ছবি আঁকছেন এবং তা বিক্রি করে পথ কুকুরদের জন্য রীতিমতো ত্রাণ তহবিল গড়েছে। ছবি বিক্রি করে সেই সঞ্চিত টাকা দিয়েই এবার সে অসহায় পথ কুকুরদের খাওয়াবে। অনেক সেলিব্রিটিই সেই ত্রাণ তহবিলে দান করেছেন। কিন্তু অভিষেক বচ্চন সবাইকে ছাপিয়ে গিয়েছেন। তিনি সাহায্য করেছেন ১ লক্ষ টাকা।

Advertisement

[ আরও পড়ুন: লকডাউনের কারণে ডিজিটালি মুক্তি পাবে ‘৮৩’? খোলসা করলেন পরিচালক ও প্রযোজকরা ]

কেন? কারণ অন্যা সম্প্রতি যে স্কেচটি এঁকেছেন সেটি বচ্চনদের প্রয়াত পোষা কুকুর শানুকের। ২০১৩ সালে সে মারা যায়। ফারাহ খান লিখেছেন, “এই স্কেচের জন্য কে ১ লক্ষ টাকা দেয়? একমাত্র অভিষেক বচ্চন…।” অন্যার ত্রাণ তহবিলে টাকা দেওয়ার জন্য অভিষেককে ধন্যবাদও জানিয়েছেন ফারাহ।

কিছুদিন আগে ফারাহ খান একটি ভিডিও শেয়ার করেছিলেন। যেখানে তাঁর মেয়ে অন্যাকে দেখা গিয়েছিল, মন দিয়ে বাড়ির পোষ্যটির ছবি আঁকতে। ফারাহ জানিয়েছিলেন, ছবি এঁকে ইতিমধ্যেই ৭০ হাজার টাকা সংগ্রহ করে ফেলেছে ছোট্ট অন্যা। প্রতিটি ছবি ১ হাজার টাকায় বিক্রি করছে এই খুদে। যাঁরা অন্যার ছবি কিনছেন তাঁদের সকলকে ধন্যবাদও জানিয়েছেন বলিউড পরিচালক। ফারাহর এই পোস্টটির নিচে ছোট্ট অন্যার প্রশংসা করেছেন অনেকেই। এমনকী, খুদের এই মানবিক প্রয়াস তাক লাগিয়ে দিয়েছে টেনিস তারকা সানিয়া মির্জা, জোয়া আখতার, সমিতা শেট্টি থেকে তাহিরা কাশ্যপের মতো-তারকাদেরও। তবে শুধু যে প্রশংসা করেছেন সকলে তাও কিন্তু নয়! ছোট্ট অন্যার পেইন্টিংয়ের খদ্দেরও হয়েছেন অনেকে।

[ আরও পড়ুন: ডিজিটাল ডেবিউ প্রযোজক অনুষ্কা শর্মার, ওয়েব সিরিজে থাকছেন বাংলার স্বস্তিকা-অনিন্দিতা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement