Advertisement
Advertisement

Breaking News

Abhishek-Agastya-Suhana

সুহানা-অগস্ত্যর সম্পর্কে সিলমোহর ‘মামু’ অভিষেকের! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

দুই স্টারকিডের প্রেম নিয়ে বলিপাড়ায় প্রচুর গুঞ্জন।

Abhishek Bachchan gives rumoured couple Agastya Nanda, Suhana Khan ride in car
Published by: Suparna Majumder
  • Posted:July 24, 2024 12:37 pm
  • Updated:July 24, 2024 5:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুহানা খান ও অগস্ত্য নন্দা। এই দুই স্টারকিডের প্রেম নিয়ে বলিপাড়ায় প্রচুর গুঞ্জন। প্রকাশ্যে এই প্রেম স্বীকার না করলেও, গোপনে কিন্তু এই দুজনের দেখা-সাক্ষাৎ নিয়ে চর্চা চলতেই থাকে। এই চর্চায় এবারে যুক্ত হল অগস্ত্যর ‘মামু’ অভিষেক বচ্চনের নাম। সুহানা-অগস্ত্যকে নিয়ে গাড়ি করে কোথাও যাচ্ছিলেন অভিষেক। সেই সময়ই ক্যামেরাবন্দি হয়ে যান। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিও। 

Abhishek-Agastya-Suhana-1

Advertisement

বলিউডে পা রাখার আগে থেকেই গুঞ্জনে ছিল শাহরুখ খানের আদরের মেয়ে সুহানা ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার প্রেমের গপ্পো। মাঝে মধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হোতো দুজনের ছবি-ভিডিও। এর পর জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিনেমায় একসঙ্গে কাজ করেন সুহানা-অগস্ত্য। প্রেমের জল্পনা আরও জোরদার হয়। একাধিকবার একসঙ্গে সময় কাটাতে দেখা যায় দুই স্টারকিডকে।

[আরও পড়ুন: রাহুলের কর্মবিরতির প্রতিবাদে সৃজিত-অরিন্দমরা, অঞ্জন দত্ত, ঋদ্ধিরাও পরিচালকের পাশে]

এদিকে বচ্চন পরিবারের অশান্তির জল্পনা নিত্যদিন শোনা যায়। শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চনের (অগস্ত্যর মা) সঙ্গে নাকি একেবারে বনিবনা নেই অভিষেকপত্নী ঐশ্বর্যর। আম্বানিদের অনুষ্ঠানেও অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অভিষেক, শ্বেতারা একসঙ্গে গিয়েছিলেন। ঐশ্বর্যকে আলাদা যেতে দেখা যায় মেয়ের সঙ্গে। যদিও অন্দরমহলের ভিডিওতে অভিষেক-ঐশ্বর্যকে পাশাপাশিই বসতে দেখা গিয়েছে। তবুও অশান্তির জল্পনা যেন কিছুতেই থামে না।

এত কিছুর মধ্যেও নাকি অগস্ত্য ও সুহানার সম্পর্ক নিয়ে সবাই খুশি। এবার অভিষেককেও দেখা গেল দুজনের সঙ্গে। ‘মামু’ই যেন অগস্ত্যর প্রেমরথের চালক। পাপারাজ্জি দেখে হেসে ফেলেছিলেন শ্বেতাপুত্র। ওদিকে শাহরুখকন্যা ছিলেন লাজুক মুখে।  প্রথমে তিনজনের কিছু ভিডিও সোশাল মিডিয়ায় দেখা গেলেও পরে তার আর কোনও অস্তিত্ব পাওয়া যায়নি। তবে ছবিগুলো এখনও রয়েছে। 

উল্লেখ্য, কিছুদিন আগেই জানা গিয়েছে, শাহরুখ খানের ‘কিং’ সিনেমার ভিলেন হচ্ছেন অভিষেক। সুজয় ঘোষ পরিচালিত এই ছবিতে বাবার সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন সুহানা। এমনই খবর।

[আরও পড়ুন: ভেজা শরীরে জাহিরের বুকে সোনাক্ষী, বিয়ের এক মাসে তুমুল প্রেম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement