Advertisement
Advertisement
Abhishek Bachchan Sanjay Dutt

‘জেলে ভয়ংকর যন্ত্রণা’, সঞ্জয় দত্তের দুর্বিষহ অভিজ্ঞতা শুনে কেঁদে ফেললেন অভিষেক-অজয়রা

জেলে ৬ বছরের দুর্বিষহ অভিজ্ঞতা আজ অবধি ভুলতে পারেননি সঞ্জয় দত্ত।

Abhishek Bachchan, Ajay Devgn get teary after Sanjay Dutt reveals heartbreaking jail experience | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:June 25, 2023 4:53 pm
  • Updated:June 25, 2023 4:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের ছয় ছয়টা বছর জেলে কাটিয়েছেন সঞ্জয় দত্ত। আদ্যোপান্ত বিত্তশালী ফিল্মি পরিবারের ‘বিগড়ে’ যাওয়া সন্তান হয়েও অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছিলেন। কত শত বিতর্ক। নারীঘটিত কেচ্ছা! আইনি পাঁক। নায়ক থেকে খলনায়ক। উত্থান-পতনের সাক্ষী বলিউডের সঞ্জুবাবা। তবে রিল থেকে রিয়েল লাইফে আবার ফিনিক্স পাখির মতো অভ্যুথান ঘটেছে তাঁর। তবে জেলে থাকার সেই ৬ বছরের দুর্বিষহ অভিজ্ঞতা আজ অবধি ভুলতে পারেননি সঞ্জয় দত্ত।

জেলের মেঝেতে ঘুমোতে হত। বৃষ্টির জল ঢুকে মেঝে থইথই করত। স্যাঁতস্যাঁতে কুঠুরি। সেখানেই খাওয়া-শোওয়া, শৌচকর্ম। ছয়টা বছর সেখানে যে কী যন্ত্রণার মধ্যে কাটাতে হয়েছে সঞ্জুবাবাকে, সেই অভিজ্ঞতা শুনেই কেঁদে ফেললেন অভিষেক বচ্চন, অজয় দেবগনরা।

Advertisement

এক টক শোয়ে একসঙ্গে উপস্থিত ছিলেন সঞ্জয় দত্ত, অভিষেক-অজয়রা। সেখানেই অভিষেক বচ্চন রসিকতা করে সকলকে জানান, সঞ্জুবাবা কখনও শুয়ে ঘুমোন না। বসে ঘুমোন। তাও আবার দুই পা খানিকটা তুলে। তখনই নেপথ্যের কারণ ফাঁস করেন সঞ্জয় দত্ত। জানান, এটা আসলে জেলে থাকাকালীন অভ্যেসে পরিণত হয়েছে।

[আরও পড়ুন: দীর্ঘ ৩৮ বছর পর পর্দায় অমিতাভ-কমল হাসান দ্বৈরথ, ‘Project K’ নিয়ে বড় আপডেট]

কীভাবে? বৃষ্টির জলে যখন থইথই করত জেলের মেঝে। কখনও বা আবার গোড়ালি জল জমে যেত। সেখানেই ঘুমোতে হত সঞ্জয় দত্তকে। তখন দু পা খানিকটা তুলে শোয়ার অভ্যেস হয় অভিনেতার। জেল থেকে ফিরে জীবন স্বাভাবিক ছন্দে ফিরলেও সেই অভ্যেস এখনও যায়নি সঞ্জুবাবার। একথা শুনেই কেঁদে ফেললেন সেখানে উপস্থিত অজয় দেবগন, অভিষেক বচ্চনরা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sanju Baba fan 👑 (@sanjayduttworld)

[আরও পড়ুন: প্রেসিডেন্সি যেন ‘মহব্বতে’র ‘গুরুকুল’! প্রেমে ফরমান, সৃজিতের প্রশ্ন ‘ধাপার মাঠে যাবে?’]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement