Advertisement
Advertisement

Breaking News

Jaya-Amitabh

‘স্ত্রী বিজেপিকে তুলোধোনা করছে, স্বামী যাচ্ছে রামমন্দিরে’, জয়া-অমিতাভকে খোঁচা অভিজিতের!

বচ্চন দম্পতিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য গায়কের! কী বললেন?

Abhijeet Bhattacharya Takes A Dig At Amitabh Bachchan And Jaya Bachchan?
Published by: Sandipta Bhanja
  • Posted:April 4, 2024 7:57 pm
  • Updated:April 4, 2024 7:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কিত কথা বলে একাধিকবার সংবাদের শিরোনামে ঠাঁই পেয়েছেন অভিজিৎ ভট্টাচার্য (Abhijeet Bhattacharya)। এবার ফের একবার বেফাঁস কথা বলে ফেললেন। তাও আবার পরোক্ষভাবে বলিউডের বচ্চন দম্পতিকে বিঁধে মন্তব্য করলেন।

সম্প্রতি বলিউড মাধ্যমের এক সাক্ষাৎকারে অভিজিৎ বলেন, “স্বামী যাচ্ছেন রামলালার দর্শনে। আর স্ত্রী ওদিকে বিরোধী শিবিরের হয়ে সংসদে অহরহ অপমানজনক মন্তব্য করেন।” যদিও সোজাসুজি কারও নাম নেননি বলিউডের প্রবীণ বাঙালি গায়ক। তবে অভিজিতের এমন মন্তব্যের পর অনুরাগীদের অনুমান, তাঁর এহেন বিস্ফোরক আক্রমণ জয়া-অমিতাভকে নিয়েই। কারণ, জানুয়ারি মাসেই ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে অযোধ্যায় গিয়েছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে নজর কেড়েছেন বিগ বি।

Advertisement

বার্ধক্যের জেরে যেখানে বর্তমানে খুব উৎসব-অনুষ্ঠানে যান অমিতাভ, সেখানে বহুদিন বাদে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর যাওয়া আলাদা করে আলোচনার প্রসঙ্গ হয়ে উঠেছিল। শুধু তাই নয়, তারই দিন কয়েক আগে বিগ বির হাতে অস্ত্রোপচারও হয়। রামলালার প্রাণপ্রতিষ্ঠার পর প্রধানমন্ত্রী মোদি নিজে অমিতাভকে দেখে জিজ্ঞেস করেন ‘হাত কেমন আছে?’ তবে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না জয়া বচ্চন (Jaya Bachchan)। কারণ তিনি সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ। বরাবর মোদি বিরোধী সুর শোনা গিয়েছে তাঁর কণ্ঠে। একুশের বিধানসভা নির্বাচনের সময়েও ‘বাংলার মেয়ে’ মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করেছেন ‘ধন্যি মেয়ে’। সংসদে দাঁড়িয়েও বারবার নানা ইস্যুতে বিজেপি সরকারের সমালোচনায় সরব হয়েছেন সমাজবাদী পার্টির নেত্রী। অতঃপর অভিজিৎ ভট্টাচার্যের এমন বিস্ফোরক সাক্ষাৎকার শুনে অনেকেই দুয়ে দুয়ে চার করেছেন যে, তিনি জয়া-অমিতাভের উদ্দেশেই এমন আক্রমণাত্মক মন্তব্য করেছেন।

[আরও পড়ুন: পাকিস্তানের রোষানলে বলিউডের ‘খান সাম্রাজ্য’! শাহরুখ-সলমনদের হয়ে ‘ধুয়ে দিলেন’ ভারতীয়রা]

বরাবর সোজাসাপটা কথা বলে সংবাদের শিরোনামে থাকেন অভিজিৎ ভট্টাচার্য। যার জেরে কাজের জায়গাতেও কম ভুগতে হয়নি তাঁকে! অতীতে এক ঝামেলার জন্য শাহরুখ খানের সঙ্গেও তাঁর কাজ করা বন্ধ হয়ে গিয়েছে। নয়ের দশকে অভিজিৎ ভট্টাচার্যর গান মানেই চার্টবাস্টারে সুপারহিট রাজত্ব ছিল। কিন্তু সময় বদলেছে। এখনকার প্রযোজক বা মিউজিক ডিরেক্টরদের নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন অভিজিৎ ভট্টাচার্য।

[আরও পড়ুন: ভোটের মুখে রাইমাকে হুমকি! ‘সুচিত্রার নাতনি হয়েও প্রোপাগান্ডা ছবিতে কেন?’ চিন্তায় সেন পরিবার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement