সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক এবং অভিজিৎ ভট্টাচার্য, যেন একে-অপরের সমার্থক! বেফাঁস মন্তব্যের জন্য প্রায়শই বিতর্কে জড়ান প্রবীণ গায়ক। শাহরুখ-সলমনকেও রেয়াত করে কথা বলেন না তিনি। এবার অভিজিৎ ভট্টাচার্যের নিশানায় দিলজিৎ দোসাঞ্ঝ। পাঞ্জাবী এই পপস্টারকে ঘিরে বর্তমান প্রজন্মের উন্মাদনার অন্ত নেই। ভারতজুড়ে কনসার্ট করতে একাধিকবার আইনি বিপাকে পড়েছেন দিলজিৎ (Diljit Dosanjh)। এবার তাঁকে নিয়েই বিস্ফোরক মন্তব্য করে বসলেন অভিজিৎ ভট্টাচার্য (Abhijeet Bhattacharya)। ব্যঙ্গাত্মক সুরেই তাঁর দাবি, “দিলজিৎ তো মঞ্চে ওঠে শুধু নাচার জন্য। আমার সন্তানরা এরকম শো দেখার জন্য টাকা খরচ করবে না কখনও।”
নয়ের দশক থেকে ২০০০ সালের প্রথমার্ধ পর্যন্ত চুটিয়ে গান গেয়েছেন অভিজিৎ। তাঁর গাওয়া অগণিত গান আজও চার্টবাস্টারে রাজত্ব করে। শুধু কি প্লেব্যাক? তার বাইরেও অনেক অল্প বয়স থেকে কনসার্ট করছেন অভিজিৎ ভট্টাচার্য। তবে হালফিলের কনসার্ট তাঁর নাপসন্দ। দিলজিৎ দোসাঞ্ঝ এবং করণ অঞ্জুলার নাম করেই বললেন, এরা তো মঞ্চে ওঠে শুধু নাচ করার জন্য। অভিজিতের দাবি, “কনসার্ট হত আমাদের সময়ে। দেখতাম, লতা মঙ্গেশকর গান গাইছেন আর শ্রোতা-অনুরাগীরা মন্ত্রমুগ্ধ হয়ে করতালি দিচ্ছেন। প্রত্যেকটা গান মানুষ উপভোগ করতেন সেসময়ে। এমনকী আমার অনুষ্ঠানেও দেখেছি, মানুষ বসে গান উপভোগ করছেন এবং হাততালি দিচ্ছেন। এগুলোকে কনসার্ট বলা হয়। যাঁদের কথা বলছি (দিলজিৎ, করণ) এঁরা তো গান করেন না, মঞ্চে ওঠেন শুধু নাচার জন্য। একটা সময়ে সুপারস্টাররা আমার গানে নাচ করতেন। এখন তো আমেরিকানরাও নাচ করেন।” অভিজিৎ সম্ভবত শেষপাতে ডুয়া লিপার কনসার্ট বিতর্কের দিকেই ইঙ্গিত করেছেন।
এক বলিউড সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অভিজিৎ বলেন, “আমার কনসার্টে অডিটোরিয়াম কানায় কানায় ভর্তি থাকত। যাঁদের নাম বললাম, ওঁদের বলুন কোলাপুরে গিয়ে অনুষ্ঠান করতে। কেউ টিকিট কিনবে না। এঁদের নাম কেউ শোনেনি ওখানে। তার মানে অবশ্য এটা নয় যে, ওরা পিছিয়ে পড়া শ্রোতা। আমার বাড়িতে তো এই দিলজিৎ দোসাঞ্ঝ, করণ অঞ্জুলাদের কনসার্টের টিকিট আকছার পড়ে থাকে। আমার সন্তানরাই একে-ওকে দিয়ে দেয়। ওরা কোনওদিন এসব কনসার্ট দেখার জন্য টাকা খরচ করবে না।” দিলজিৎদের খোঁচা দিয়ে তাঁর সংযোজন, “আমি বিশ্বাস করি, সবার দিন সমান যায় না। আজকে অ্যাভোকাডো ট্রেন্ডিং তো, কাল মূলো ট্রেন্ড করবে।”
প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরেই বলিউড, মিউজিক ইন্ডাস্ট্রির বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ তুলছেন অভিজিৎ। কখনও শাহরুখকে অকৃতজ্ঞ বলছেন, তো কখনও সলমনকে বলিউডের অযোগ্য নায়ক হিসেবে সম্বোধন করছেন। সম্প্রতি নাম না করে রণবীর কাপুরের রামমন্দিরের উদ্বোধনে যাওয়া নিয়েও মন্তব্য করেন গায়ক। বলেন, “এমন এক ব্যক্তিকে রামমন্দির উদ্বোধনে আমন্ত্রণ জানানো হল যিনি গোমাংস খান। এদিকে, আমাদের দেশে গরুকে মা হিসেবে পুজো করা হয়।” স্বাভাবিকভাবেই অভিজিতের এহেন মন্তব্য নিয়েও বিস্তর হইচই পড়ে যায়। এবার তাঁর নিশানায় দিলজিৎ দোসাঞ্ঝ, করণ অঞ্জুলারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.