সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়ের দশকে শাহরুখ খানের (Shah Rukh Khan) সিনেমা মানেই তাতে অভিজিৎ ভট্টাচার্যের (Abhijeet Bhattacharya) কণ্ঠে গান মাস্ট! একসময় মশকরা করে বলা হত, বাঙালি গায়কের গানের জেরেই ইন্ডাস্ট্রি তাঁকে ‘বাদশা’ তকমা দিয়েছে। সেই নাম এখন অনুরাগীদের মুখে মুখে। কুমার শানু কিংবা উদিত নারায়ণের গানেও লিপ দিয়েছেন শাহরুখ, কিন্তু অভিজিৎ ভট্টাচার্যর কণ্ঠে বলিউড সুপারস্টারের সিনেমায় যে কটা গান রয়েছে, তার সবকটাই চার্টবাস্টারে একচেটিয়া রাজত্ব করেছে একসময়ে। কিন্তু ২০০৯ সালের পরই সেই শাহরুখ-অভিজিৎ জুটিতে ভাঙন ধরে। শোনা যায়, কিং খানের সঙ্গে অভিজিতের সম্পর্কের অবনতি ঘটেছে ‘বিল্লু’র সময়ে থেকে। তার পর থেকে আর শাহরুখের সঙ্গে কাজ করেননি অভিজিৎ। এমনকী সলমন খানের কোনও সিনেমাতেও তাঁর গান আর শোনা যায় না। কেন?
সম্প্রতি এপ্রসঙ্গে মুখ খুলেছেন অভিজিৎ ভট্টাচার্য। গায়ক সাক্ষাৎকারে বসার আগেই সাফ জানিয়ে দিয়েছেন, শাহরুখের সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনও কারণে সম্পর্কের অবনতি হয়নি। বরং পেশাগত কারণেই দূরত্ব বেড়েছে। ডিসেম্বর মাসের গোড়ার দিকে ডুয়া লিপার কনসার্টে ‘বাদশা’ গানের ভিডিও ভাইরাল হওয়ায় সকলে যখন শাহরুখ খানকে নিয়ে মাতামাতি করছিলেন, তখন ক্ষোভপ্রকাশ করে অভিজিৎ ভট্টাচার্য বলেন, ‘গায়কদের কেউ মনে রাখে না’। এবার ফের অতীত অভিজ্ঞতা নিয়ে ফের একবার বিস্ফোরক গায়ক। সলমনকে নিয়ে কোনও মন্তব্য তিনি করতে চাননি। কিন্তু কেন শাহরুখ খানের সিনেমার জন্য তিনি আর গান করেন না, সেকথা জানিয়েছেন।
সংবাদসংস্থা এএনআইয়ের এক সাক্ষাৎকারে অভিজিৎ ভট্টাচার্যের মন্তব্য, “যথেষ্ট চর্চা হয়েছে এই বিষয়ে। আমি পরিষ্কার করে একটা কথা বলে দিতে চাই যে, আমি শাহরুখের জন্য গাইতাম না। গায়ক হিসেবে নিজের কাজটাই করেছি। কিন্তু যখন দেখলাম, ওঁরা সকলকে সম্মান দিচ্ছে। এমনকী সেটের চা বিক্রেতাকে সেই জায়গাটা দিচ্ছে, কিন্তু গায়কদের প্রতি কোনও কৃতজ্ঞতাবোধ নেই, আমার মনে হল- ‘আর কেন ওদের সিনেমার জন্য গান গাইব?'” ভবিষ্যতে কি এই দ্বন্দ্ব মেটার কোনও সম্ভাবনা আছে? বা শাহরুখের সিনেমায় আবার গান গাইবেন? প্রশ্ন যেতেই অভিজিতের জবাব, “ওঁর সাপোর্টের দরকার নেই আমার।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.