Advertisement
Advertisement

Breaking News

Abhay Deol

‘দূরত্ব বজায় রাখি, উনি একজন বিষাক্ত মানুষ!’ অনুরাগ কাশ্যপকে কটাক্ষ অভয় দেওলের

হঠাৎ এমন কেন বললেন অভয়?

Abhay Deol reacts to Anurag Kashyap, says never demanded 5-star hotel during Dev D shoot: 'He's a liar and toxic person'| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 21, 2023 9:02 pm
  • Updated:January 22, 2023 2:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুরাগ কাশ্যপের ‘দেব ডি’ ছবি অভয় দেওলকে আলাদা সাফল্য এনে দিয়েছিল। তিনিও যে ভাল অভিনেতা তা ‘দেব ডি’ ছবিতে প্রমাণিত হয়েছিল। কিন্তু সেই ছবির পরিচালকের সম্পর্কে যে এমন মন্তব্য করবেন অভয় দেওল, তা শুনে হতবাক বলিউড! হ্যাঁ, ঠিক এমনটিই ঘটিয়েছেন বলিউড অভিনেতা অভয় দেওল। অনুরাগ কাশ্যপকে মিথ্যাবাদী ও বিষাক্ত মানুষ বলে মন্তব্য করেন অভয়! তা হঠাৎ এমন কেন বললেন অভিনেতা?

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভয় জানালেন, ‘দেব-ডি ছবির সময় সেটে অন্য সদস্যরা ছিলেন পাহাড়গঞ্জের কাছে হোটেলে। বাধ সাধেন অভয়, পাঁচতারা হোটেল ছাড়া তিনি থাকবেন না।” অভয়ের কথায়, ‘‘একেবারেই মিথ্যে কথা, অনুরাগ ভীষণ মিথ্যাবাদী ও বিষাক্ত মানুষ। আমি অন্যদের সাবধান করব ওঁর থেকে যাতে দূরেই থাকে।’

Advertisement

[আরও পড়ুন: টানটান কাহিনি, দুরন্ত অভিনয়, মগজকে নাড়া দেয় ‘কাবেরী অন্তর্ধান’, পড়ুন রিভিউ ]

শুধু এটা বলেই ক্ষান্ত দেননি অভয়। সঙ্গে জানান, ‘অভয়ের সঙ্গে কাজ করার খুব ভাল স্মৃতি আমার নেই। আর্ট ফিল্ম করতে চাইত অভয়। কিন্তু তাঁর দাবিদাওয়া ছিল বাণিজ্যিক ছবির মতো।’’ তবে অভয় অনুরাগের সব দাবিই নসাৎ করে দিয়ে বলেছেন, ‘‘অনুরাগের সঙ্গে কাজ করা আমার জীবনের বিরাট শিক্ষা। আমি অনুরাগকে এড়িয়ে চলি আমি। জীবনটা ছোট। ওঁর মতো বিষাক্ত মানুষের সান্নিধ্য চাই না।’

‘সোচা না থা’ ছবি থেকে বলিউডে পা রাখেন অভয়। ঝুলিতে ছবির সংখ্যা খুব একটা বেশি নয়। কিন্তু নিজের অভিনয়ে নজর কাড়েন অভয়। বিশেষ করে বলিউডের অন্যধারার ছবিতে অভিনয় করে প্রশংসা পান অভয়।

[আরও পড়ুন: হলিউডে ফিরল ‘মি টু’র স্মৃতি, ধর্ষণের অভিযোগ ‘প্রিটি বেবি’ খ্যাত অভিনেত্রী ব্রুক শিল্ডসের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement