Advertisement
Advertisement

Breaking News

Junaid Khan

‘সিনেমা পাওয়ার জন্য আমার সোশাল মিডিয়ার দরকার নেই’, আমিরপুত্র জুনেইদের নিশানায় কে?

বলিউডের অন্য স্টারকিডদের বিঁধলেন অভিনেতা?

Aamir Khan’s Son Junaid Khan Says He Doesn’t Need Social Media For Roles
Published by: Sandipta Bhanja
  • Posted:February 1, 2025 8:22 pm
  • Updated:February 1, 2025 8:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মহারাজা’ সিনেমার দৌলতে গতবছরই অভিনয় কেরিয়ারের শিকে ছিঁড়েছেন জুনেইদ খান। তবে সেই ছবি মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে। এবার বড়পর্দায় অভিষেক ঘটাতে চলেছেন আমিরপুত্র। স্টারকিড হলেও বলিউডের অন্যান্য তারকাসন্তানদের মতো শৈশব থেকেই লাইমলাইটে থাকেননি কোনওদিন। তবে এবার মুক্তি পেতে চলেছে তাঁর ছবি প্রথমবার বড়পর্দায় মুক্তি পেতে চলেছে। সেই সুবাদেই ‘লাভইয়াপ্পা’র প্রচারে ব্যস্ত জুনেইদ।

অভিনয় কেরিয়ার শুরু করার আগে আমির খানের প্রযোজনা সংস্থায় সহ পরিচালকের দায়িত্ব সামলেছেন। সেখানেই সিনে মেকিংয়ের হাতেখড়ি তাঁর। পাশাপাশি এবার বড়পর্দায় অভিষেক। সেই প্রেক্ষিতেই সম্প্রতি এক সাক্ষাৎকারে সোশাল মিডিয়ায় তারকাদের দৌড়াত্ম্য নিয়ে মন্তব্য করেছেন জুনেইদ। কী বললেন তিনি? আমিরপুত্রের কথায়, “আমি সোশাল মিডিয়ায় নেই। অন্য তারকাদের মতো সোশাল মিডিয়া দেখিও না। আমার সম্পর্কে কেউ খারাপ কোনও মন্তব্য করেছেন বলেও শুনিনি। আমি আদ্যোপান্ত ফিল্মি পরিবারের ছেলে। তাই প্রযোজকরা আমার সোশাল মিডিয়া অ্যাকাউন্ট না দেখলেও আমাকে কাস্ট করবেন। অন্য অভিনেতারা হয়তো সেই সুবিধেটা পান না।” প্রসঙ্গত বর্তমানে তারকাদের কাস্টিংয়ের নেপথ্যে সোশাল মিডিয়া ফলোয়ারের সংখ্যা বেশ গুরুত্বপূর্ণ। আর সেইজন্যই নেটপাড়ায় তারকাদের সর্বক্ষণের কর্মকাণ্ডের রিল ভিডিওর ভিড়। বলিপাড়ার অন্য স্টারকিডরাও সোশাল মিডিয়ায় বেশ সক্রিয়। আমির খানের পুত্র জুনেইদের নিশানায় কি তাঁরা? প্রশ্ন উঠেছে।

Advertisement

মাসখানেক আগে প্রযোজনা সংস্থার ভবিষ্যৎ নিয়ে জুনেইদ জানিয়েছিলেন, “প্রযোজনা নিয়ে আমার অনেক পরিকল্পনা রয়েছে। অনেক সিনেমার সেটে থেকেছি। ক্যামেরার নেপথ্যে যেমন কাজ করেছি, তেমন ‘পিকে’ ছবির সময়ও কাজ করেছি। বহু বিজ্ঞাপনী ভিডিও শুট করেছি। এই তো ‘মহারাজ’-এর শুটিংয়ের পরও আমাদের আমির খান প্রযোজনা সংস্থার একটা প্রজেক্টের কাজ চলছিল, সেখানেও থেকেছি। কিরণ (রাও) তখন ‘লাপাতা লেডিজ’ তৈরি করছেন। আর বাবা ওই সারাদিন ‘অবসর নেব…’ পর্বের মধ্যে দিয়ে যাচ্ছেন। আমাকে বারবার বলতেন তখন- ‘আমি তো অবসর নিচ্ছি, তুমি নাহয় এবার প্রযোজনা সংস্থার দায়িত্বটা সামলাও।’ তো এইরকম একটা সময়ে আমি প্রযোজনা সংস্থায় ঢুকলাম। প্রযোজনা নিয়ে আমার ভাবনা বা চিন্তাধারা একটু আলাদা। আমি মনে করি ফিল্মমেকিংয়ের অন্যতম কঠিন দায়িত্ব এটা।”

আমির খান ও তাঁর প্রথম স্ত্রী রীণা দত্তর বড় ছেলে জুনেইদ। ছোটবেলায় বেশ ক্যামেরাশাই ছিলেন তিনি। তবে বোন ইরার বিয়েতে বাবা-মায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত দায়িত্ব সামলেছেন। বলিউডে ডেবিউর আগেই একাধিক প্রজেক্ট জুনেইদের হাতে। দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর সঙ্গে জুটি বেঁধে একটি ছবিতে অভিনয় করছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement