সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমির খান (Aamir Khan)। নামটাই সিনে-ব্যাকরণ শেখার জন্য যথেষ্ট। একাধারে তিনি যেমন পরিচালক, তেমনই ক্যামেরার খুঁটিনাটিও তার ভালোই জানা। শুধু কী তাই? তিনি বলিউড সিনেপাড়ার ‘প্রোমোশন গুরু’! সিনেমাকে কীভাবে দর্শকদের প্লেট অবধি পৌঁছে দিতে হয়, সেটা আমির খান একাধিকবার ছবি রিলিজের আগে বুঝিয়ে দিয়েছেন। তবে বছরখানেক ধরেই বক্সঅফিসে মিস্টার পারফেকশনিস্ট-এর বাজার মন্দা! একের পর এক ফ্লপের ধাক্কা। এবার এমন চমক দিলেন যে নেটপাড়ায় তুমুল শোরগোল। গায়ে বস্তা জড়িয়ে ‘গুহামানব’ অবতারে ভাইরাল মিস্টার পারফেকশনিস্টের কীর্তি।
প্রচারকৌশলী কাকে বলে? সেটা শিখতে হয় আমির খানের কাছ থেকে। সিনেমা হোক বা বিজ্ঞাপণী ভিডিও, যে কোনও কাজের ক্ষেত্রেই তাঁর প্রচারের স্ট্র্যাটেজি হিট! এবারেও সেরকমই এক পন্থা অবলম্বন করেছিলেন তিনি। সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় গুহামানব চলাফেরা করতে দেখেই প্রত্যক্ষদর্শীদের কৌতূহল শুরু হয়। সেই ভিডিও ভাইরালও হয়েছিল নেটপাড়ায়। এবার জানা গেল, সেই প্রচারকৌশল আদতে আমির খানেরই মস্তিষ্কপ্রসূত। কিন্তু কেন এহেন কৌশল? আদতে এক জনপ্রিয় পাণীয়ের বিজ্ঞাপনের জন্যই আমির খান গুহামানব অবতার ধারণ করেছেন। মেকআপেও কোনওরকম কসরত বাকি রাখেননি মিস্টার পারফেকশনিস্ট। পুরনো ছেঁড়া বস্তা গায়ে জড়িয়ে মোটা ভ্রু এঁকে, উসকো-খুসকো চুলে একেবারে পারফেক্ট গুহামানব লুক এনেছেন।
View this post on Instagram
প্রথমটায় অনেকে ভেবেছিলেন, এটা সম্ভবত ‘পিকে ২’র টিজার। তবে পাণীয়ের বিজ্ঞাপনের প্রচারের স্বার্থেই যে তাঁর এহেন লুক, বুঝতে আর বাকি রইল না আসল ভিডিও প্রকাশ্যে আসার পর। সেখানেই দেখা গেল থাম্বস আপ-এর বিজ্ঞাপণী ভিডিওতে গায়ে বস্তা জড়িয়ে ‘গুহামানব’ অবতারে নাচানাচি করছেন আমির খান। মিস্টার পারফেকশনিস্টের সেই কীর্তিই আপাতত ভাইরাল নেটপাড়ায়। যা দেখে বেজায় মজেছেন দর্শক অনুরাগীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.