Advertisement
Advertisement

Breaking News

Ira Khan Wedding Reception

মুম্বইতে গ্র্যান্ড রিসেপশন আমিরকন্যা ইরা খানের, আমন্ত্রিত নেতামন্ত্রীরা, ২৫০০ অতিথি! ৯ রাজ্যের পদ

উদয়পুর থেকে ফেরার পথে দিল্লিতে রাজনৈতিক ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানিয়ে এসেছেন আমির খান।

Aamir Khan's daughter Ira's wedding reception: 2500 guests, 9 cuisines | Sangbad Pratidin

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:January 13, 2024 1:44 pm
  • Updated:January 13, 2024 1:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৩ জানুয়ারি, শনিবার মুম্বইয়ের বিকেসি জিও সেন্টারে হচ্ছে আমির খানকন্যা ইরা খানের গ্র্যান্ড রিসেপশন (Ira Khan Reception)। ১০ তারিখ উদয়পুরের তাজ আরাভলি রিসর্টে রাজকীয়ভাবে খ্রিস্টান মতে বিয়ে করেছেন ইরা-নূপুর। এবার বিটাউনের তারকা বন্ধুবান্ধবদের নিয়ে রিসেপশনের পালা। আমির খান (Aamir Khan) মানেই যেখানে চমক, সেখানে মেয়ের গ্র্যান্ড রিসেপশনে (Aamir Khan’s daughter) কোনও সারপ্রাইজ থাকবে না, এও কি হয়?

সূত্রের খবর, ইন্ডাস্ট্রির সিংহভাগ তারকাকে আমির খান নিজে আমন্ত্রণ জানিয়েছেন। সেই তালিকায় যেমন মিস্টার পারফেকশনিস্টের দুই বন্ধু শাহরুখ খান, সলমন খান (Shah Rukh Khan, Salman Khan) রয়েছেন, তেমনই আম্বানি পরিবার, কাপুর-ভাট এমনকী দেওলরাও রয়েছেন। তারকাখচিত রিসেপশনে কনেপক্ষ হিসেবে আমন্ত্রণ গিয়েছে অজয় দেবগণ, বচ্চন পরিবার, করণ জোহর, অক্ষয় কুমার, করিনা কাপুর খান, জুহি চাওলা, রাজকুমার হিরানি, আশুতোষ গোয়ারিকার-সহ আরও অনেক তারকার কাছেই। তাছাড়াও গ্ল্যামার দুনিয়া থেকে রাজনৈতিক ময়দানের একাধিক ব্যক্তিত্বরাও রয়েছেন আমন্ত্রিতের তালিকায়। উদয়পুর থেকে ফেরার পথে দিল্লির নেতামন্ত্রীদের আমির খান নিজে গিয়ে আমন্ত্রণ জানিয়ে এসেছেন বলে খবর।

Advertisement

[আরও পড়ুন: বিয়ের আগেই রামমন্দিরে পুজো দিলেন রকুলপ্রীত-জ্যাকি ভাগনানি! প্রস্তুতি তুঙ্গে?]

আমিরকন্যার মুম্বইয়ের গ্র্যান্ড রিসেপশনের জন্য আম্বানিরা ভেন্যু দিয়েছেন বলেও জানা গিয়েছে। বলিউড মাধ্যম সূত্রে খবর, ২৫০০ অতিথি আমন্ত্রিত ইরা খান, নুপূর শিখারের রিসেপশনে। মেন্যুও ঢেলে সাজিয়েছেন বাবা মিস্টার পারফেকশনিস্ট! মোট ৯ রাজ্যের আঞ্চলিক খাবার থাকছে। গুজরাতি-মারাঠি পদ মিলিয়ে এলাহি কারবার। তবে সেই তালিকায় প্রাধান্য পাবে লখনউ এবং মারাঠি রকমারি পদ। অতিথিদের আমোদ-প্রোমোদের জন্য গান-বাজনার আয়োজনও রয়েছে। আমির খানের অনুরোধ, কোনও উপহার নয় নবদম্পতির জন্য শুধুমাত্র আশীর্বাদ কাম্য।

[আরও পড়ুন: বাজপেয়ীর বায়োপিক কি লোকসভা ভোটপ্রচারে বিজেপির অস্ত্র? মুখ খুললেন পঙ্কজ ত্রিপাঠী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement