সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুকেশ আম্বানির বাড়ির গণেশ পুজোয় হাজির হয়েছিলেন শাহরুখ খান। শাহরুখ অংশ নিয়েছিলেন গণেশ আরতিতেও। আর এবার মুম্বইয়ে বিজেপি সভাপতি আশিস সেলারের বাড়ির গণেশ পুজোয় অংশ নিলেন আমির খান। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে মিষ্টির থালা হাতে পুজোয় মণ্ডপে হাজির হয়েছেন আমির খান।
এই ভিডিও ভাইরাল হওয়ার পরই নেটিজেনরা আমিরকে কটাক্ষ করতে শুরু করেছেন। নেটিজেনদের একাংশ মনে করছেন গেরুয়া শিবিরকে হাতে রাখতেই গণেশ দর্শনে হাজির হয়েছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।
‘লাল সিং চাড্ডা’ ছবির বক্স অফিসে ভরাডুবি আমির খানের (Aamir Khan) কাছে বড় ধাক্কা। নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। সোশ্যাল মিডিয়াও ত্যাগ করেছেন। কালেভদ্রে তাঁকে কোথাও দেখা যায়। তবে এবার নাকি সন্ন্যাস ত্যাগ করে বলিউডের সংসারে ফিরতে চলেছেন ৫৮ বছরের অভিনেতা।
View this post on Instagram
সূত্রের খবর, দুঁদে আইনজীবী উজ্জ্বল নিকমের বায়োপিক তৈরি করতে চলেছেন আমির। আর তার জন্য প্রযোজক দীনেশ ভিজানের সঙ্গে হাত মিলিয়েছেন। শোনা এও যাচ্ছে, এই পরিকল্পনা আমিরের আজকের নয় অতিমারী শুরু হওয়ার আগের। তখনই উজ্জ্বল নিকমের জীবন কাহিনি জেনেছিলেন অভিনেতা। আর তা নিয়ে সিনেমা তৈরির জন্য মুখিয়েছিলেন। কিন্তু ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর ভেঙে পড়েছিলেন আমির। তবে এখন নাকি আর দীনেশ ভিজান মিলে ছবির কাজ শুরু করার তোড়জোর করছেন।
এর আগে নিজের অবসর নিয়ে কথা বলতে গিয়ে আমির বলেছিলেন, “আপাতত, কিছুদিনের জন্য অভিনয় থেকে বিরতি নিতে চাই। এই সময়টা কোনও কাজ নয়। বরং পরিবারের সঙ্গে সময় কাটাব। নিজের সঙ্গে সময় কাটাব। প্রয়োজনে ছবি প্রযোজনা করব, কিন্তু অভিনয় নয়।” তবে উজ্জ্বল নিকমের বায়োপিক বলে কথা। আমির কি এমন চরিত্র ছাড়তে চাইবেন? তাঁর অনুরাগীরা অন্তত এমনটা চান না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.