Advertisement
Advertisement
Aamir Khan

জীবনে নতুন প্রেম, এর মধ্যেই চেন্নাইয়ের হাসপাতালে ছুটতে হল আমির খানকে! আচমকাই কী হল?

কেন চেন্নাইয়ের হাসপাতালে 'মিস্টার পারফেকশনিস্ট'?

Aamir Khan Visits Hospital In Chennai With Mother
Published by: Sandipta Bhanja
  • Posted:February 19, 2025 4:43 pm
  • Updated:February 19, 2025 4:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমির খানের (Aamir Khan) জীবনে নতুন বসন্তের ছোঁয়া। দুটো বিয়ে, ডিভোর্স সব ভুলে তিনি নাকি বর্তমানে বেঙ্গালুরুর এক লাস্যময়ীর প্রেমে পড়েছেন। তাঁর তৃতীয় বিয়ের গুঞ্জনে ইতিমধ্যেই তোলপাড় বলিপাড়া। সেই আবহেই এবার চেন্নাইয়ের হাসপাতালে ছুটতে হল অভিনেতাকে। আচমকাই কী হল ‘মিস্টার পারফেকশনিস্টের’? কৌতূহল অস্বাভাবিক নয়!

জানা গেল, চেন্নাইয়ের হাসপাতালে মাকে নিয়ে যেতে হয়েছে আমির খানকে। সম্প্রতি সংবাদসংস্থা আইএএনএস সংস্থার ক্যামেরাতেই চেন্নাইয়ের হাসপাতালের বাইরে ধরা পড়েন অভিনেতা। ঠিক কী কারণে গিয়েছিলেন তিনি? বলিউড মাধ্যম সূত্রে খবর, আমিরের মা জিনাত খানের শরীর এতটাই খারাপ যে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে তাঁকে। আবার কারও দাবি, রুটিন চেকআপের জন্যই মাকে নিয়ে গিয়েছেন তিনি। যদিও আমিরের টিমের তরফে এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত কোনওরকম বিবৃতি দেওয়া হয়নি। তবে এই খবর নিশ্চিত যে, মায়ের শারীরিক অসুস্থতার জন্যই চেন্নাইয়ের হাসপাতালে গিয়েছিলেন অভিনেতা।

Advertisement

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর মাসেই আমির জানিয়েছিলেন যে, তিনি মাস খানেকের জন্য সিনেমা থেকে বিরতি নিচ্ছেন। থাকবেন চেন্নাইয়ে। পেশাগত নয় ব্যক্তিগত কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন আমির। আর তাঁর এই সিদ্ধান্তের উদ্দেশ্য অসুস্থ মায়ের পাশে থাকা। তখনই শোনা গিয়েছিল যে, আমির খানের মা বেশ অসুস্থ। এমন সময় অভিনেতা মায়ের পাশে থাকতে চান। তাই মুম্বই ছেড়ে সেসময়ে মাস কয়েকের জন্য চেন্নাইয়ে থেকেছিলেন তিনি। ২০২২ সালে একবার হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের হাসপাতালেও ভর্তি ছিলেন আমিরের মা। পরে চিকিৎসার জন্য তাঁকে চেন্নাইয়ে পাঠিয়ে দেওয়া হয়।

এদিকে অতীত ভুলে নতুন প্রেমে মজেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। বলিউডে জব্বর খবর! দিন কয়েক আগেই জানা গিয়েছে, বেঙ্গালুরুর এক লাস্যময়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আমির খান। পরিবারের সঙ্গেও দেখা করিয়েছেন। জল্পনা, আমির নাকি চলতি বছরেই তৃতীয়বার বিয়ে করতে চলেছেন! কে সেই পাত্রী? বলিউড মাধ্যম সূত্রে খবর, বেঙ্গালুরুর এক লাস্যময়ীর প্রেমে পড়েছেন এবার মিস্টার পারফেকশনিস্ট। ৫৯ বছর বয়সি অভিনেতা নাকি এতটাই সিরিয়াস এই সম্পর্ক নিয়ে যে সম্প্রতি পরিবারের সকলের সঙ্গে পরিচয়ও করিয়ে ফেলেছেন মনের মানুষকে। আমিরের সেই নতুন প্রেমিকার নাম গৌরী। বিনোদুনিয়ার থেকে যিনি শতহস্ত দূরে। অন্য পেশার সঙ্গে যুক্ত তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub