সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয় থেকে বিরতি নিয়েছেন। সোশ্যাল মিডিয়া ছেড়েছেন। কিন্তু সোশ্যাল মিডিয়া আমির খানকে (Aamir Khan) ছাড়েনি। সম্প্রতি এক বিয়ে বাড়িতে বেশ সুরেলা মেজাজে ছিলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। নিজের সুপারহিট সিনেমা ‘রাজা হিন্দুস্তানি’র গান গাইলেন তিনি। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। পাশাপাশি বন্ধু সলমন খানের ছবিও তুলেছেন অভিনেতা।
সিনেমা থেকে বিরতি নেওয়ার পর আমিরের লুক একেবারে পালটে গিয়েছে। অভিনেতার মাথায় এখন কাঁচা-পাকা চুল। চোখে মোটা ফ্রেমের চশমা। সেই লুকেই ভিডিওতে দেখা গিয়েছে তাঁকে। শোনা গিয়েছে, ভোপালের এক বিয়ে বাড়িতে গিয়েছিলেন আমির। তাঁর পাশে কার্তিক আরিয়ানও ছিলেন। কার্তিকের পরনে ছিল কালো স্যুট। আমির এসেছিলেন কালো শেরওয়ানি পরে। মঞ্চে মাইক হাতে নিয়ে ‘আয়ে হো মেরি জিন্দেগি মে…’ গেয়ে ওঠেন তিনি। আমিরের গান মুগ্ধ হয়ে শোনেন কার্তিক। ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরাও।
Bollywood GOAT #AamirKhan spotted singing ‘aye ho mere zindagi mein’ at a wedding event in Bhopal. pic.twitter.com/BxhLveW5Uy
— RAJ (@Raj_Hindustaani) January 30, 2023
এদিকে আমিরের বোন একটি পোস্ট আবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে অভিনেতার কামব্যাকের জল্পনাও উসকে দেওয়া হয়েছে। ‘পাঠান’ ছবিতে শাহরুখ খানের পাতানো মায়ের ভূমিকায় অভিনয় করেছেন নিখত। সলমন খানের (Salman Khan) সঙ্গেও তাঁর সম্পর্ক ভাল। পরিবারের সঙ্গে তোলা সলমনের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন নিখত। তাতেই একজন প্রশ্ন করেন। আমির আর সলমন খানের কোনও নতুন ছবি আসছে নাকি? ছবিতে আমির কোথায় তাও জানতে চান একজন।
আমিরের অবস্থান পরের পোস্টেই জানিয়ে দেন নিখত। আসলে তিনিই সলমনের সঙ্গে নিজের পরিবারের ছবিটি তুলছিলেন। ক্যাপশনে নিখত লেখেন, “ছবিটা তাঁদের জন্য যাঁরা আমিরকে মিস করছিলেন।” তবে সলমন ও আমিরকে এক সিনেমায় দেখা যাবে কিনা, সে বিষয়ে কোনও ইঙ্গিত নিখত দেননি।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.