Advertisement
Advertisement
Ira Khan's reception

ইরার রিসেপশনেও ‘ডিরেক্টর’ আমির খান, মেয়ে-জামাইকে পোজ শেখালেন ‘সুপারস্টার শ্বশুর’!

'সুপারস্টার শ্বশুরে'র ভাইরাল কীর্তি দেখেছেন?

Aamir Khan turned AD for Ira Khan-Nupur Shikhare's reception, watch video | Sangbad Pratidin

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:January 14, 2024 6:21 pm
  • Updated:January 14, 2024 6:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়ের বিয়ে বলে কথা। দশ দিনে প্রায় দম ফেলার সময় পাননি আমির খান (Aamir Khan)! রাজকীয় বিয়ের আয়োজন খতিয়ে দেখতে প্রায় পাঁচ দিন আগেই উদয়পুরে চলে গিয়েছিলেন একা। আবার বিয়ের অনুষ্ঠান মিটিয়ে দিল্লিতে মন্ত্রীদের নিজে গিয়ে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন, বলে খবর। আর ইরা খানের মুম্বইয়ের এলাহি রিসেপশনেও (Ira Khan’s Reception) এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটলেন আমির খান। আয়োজনে কোনও খামতি রাখেননি সুপারস্টার বাবা।

দফায় দফায় অনুষ্ঠানের সবদিকে কড়া নজর ছিল মিস্টার পারফেকশনিস্ট-এর। এমনকী রিসেপশনের সবুজ গালিচায় পাপারাজ্জিদের ক্যামেরার সামনে মেয়ে-জামাই কীভাবে পোজ দেবেন, সেটাও অক্ষরে অক্ষরে শিখিয়ে দিলেন আমির। ঠিক যেন ডিরেক্টর সুলভ হাবভাব! ইরা-নূপুরের উদ্দেশে অভিনেতাকে বলতে শোনা গেল, এভাবে পোজ দাও। আর সেই মিষ্টি মুহূর্তই ক্যামেরাবন্দি করেছে নেটপাড়া। যে ভিডিও দেখে অনুরাগীদের মন্তব্য, “এত কুল শ্বশুর এর আগে দেখিনি বাবা!” শুধু তাই নয়, মেয়ের বায়নাক্কা শুনে পাপারাজ্জিদের নির্দেশ দিলেন তাঁরা যেন ‘ইরা’ নামের উচ্চারণটা ঠিক করেন।

Advertisement

[আরও পড়ুন: অনুপস্থিত ভিকি-আলিয়া, ইরা খানের রিসেপশনে রং মিলান্তি পোশাকে ‘প্রাক্তন’ রণবীর-ক্যাটরিনা!]

অতিথি আপ্যায়ণেও কোনওরকম খামতি রাখেননি আমির খান। কখনও তাঁকে দেখা গিয়েছে রিসেপশন ভেন্যুর গেটের সামনে, আবার কখনও বা ছেলে জুনেইদকে পাঠিয়েছেন তিনি। শেষবার সোনম কাপুরের বিয়েতে হাজির হয়েছিল গোটা বলিউড। অনিলকন্যার সেই হাইপ্রোফাইল বিয়ে নিয়ে কম চর্চা হয়নি বিনোদুনিয়ায়। আমির খানের মেয়ের রিসেপশনেও দেখা গেল ঠিক একইরকম দৃশ্য। তিন খান একসঙ্গে। মেয়ের বিয়ের অনুষ্ঠানে শাহরুখ-সলমনকে আপ্যায়ণ করতে দেখা গেল আমির খানকে। ওদিকে জয়া বচ্চন, রেখা, হেমা মালিনি থেকে সায়রা বানু, কে নেই? ইরা খানের তারকাখচিত রিসেপশনই একছাদের তলায় নিয়ে এল বলিউডের নবীন-প্রবীণ প্রজন্মকে।

[আরও পড়ুন: আমির খানের মেয়ে ইরার রিসেপশনে গিয়েও ‘জয় শ্রীরাম’ ধ্বনি কঙ্গনার, তারপর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement