Advertisement
Advertisement

Breaking News

Aamir Khan

‘দুটো ফ্লপ হতেই রণে ভঙ্গ দেবেন না, ফিরে আসুন’, আমিরের নতুন লুক দেখে আর্জি ভক্তদের

নতুন হেয়ারস্টাইলে চমক 'মিস্টার পারফেকশনিস্ট'-এর।

Aamir Khan sports new hairstyle, fans ask to start new film | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:October 5, 2023 4:23 pm
  • Updated:October 5, 2023 4:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগত ৭ বছরে বক্স অফিসে ‘হিট’-এর মুখ দেখেননি। যে দুটো সিনেমার জন্য এক বুক আশা রেখেছিলেন, কোমর বেঁধে বহু কসরত করেছিলেন, সেই দুটো ছবির ব্যবসাই বিশ বাঁও জলে গিয়েছে! প্রথমে বিগ বাজেট ‘ঠাগস অফ হিন্দোস্তান’, পরে ‘লাল সিং চাড্ডা’। তারপর থেকেই মুষড়ে পরেছেন আমির খান (Aamir Khan)। লাইমলাইটের আড়ালে থাকতেই পছন্দ করেন।

বহু প্রতীক্ষা, পরিশ্রমের ফল ছিল ‘লাল সিং চাড্ডা’। এই সিনেমা নিয়ে স্বপ্নের জাল বুনেও ব্যর্থ হয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। কারণ বক্স অফিসে সুপারহিট হওয়া তো দূর অস্ত! সেরকম আশার আলোও দেখাতে পারেনি। আর ‘লাল সিং চাড্ডা’র ব্যবসায়িক ব্যর্থতার পর থেকেই মন মরা আমির খান! পর্দা থেকেও সাময়িক বিরতির ঘোষণা করেছিলেন অভিনেতা। তবে, এবার নতুন লুকে একেবারে চমকে দিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।

Advertisement

মাসখানেক আগেই মেয়ের বাগদান পর্বে ধূসর রঙের চুলে ধরা দিয়েছিলেন আমির খান। এবার একেবারে ভোলবদলে অন্য অবতারে ধরা দিলেন। মাঝখানে সিঁথি। কোঁকড়া চুল। অনেকটা যেন মঙ্গল পাণ্ডের সেই লুকটার কথা মনে করিয়ে দিলেন। বুধবার অবিনাশ গোয়ারিকারের জন্মদিনের পার্টিতে প্রবেশের সময়েই পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হলেন। আর সেখানেই উপস্থিত সকলের সঙ্গে কুশল মঙ্গল বিনিময় করতে দেখা যায় অভিনেতাকে।

[আরও পড়ুন: ‘গোরক্ষপুরের আসল ভিলেনরা দিব্যি ঘুরছে’! ‘জওয়ান’ শাহরুখের কাছে আক্ষেপ কাফিল খানের]

সেই ভিডিও দেখে অনুরাগীরা ভরসা জোগালেন আমির খানকে। কেউ বলছেন, ‘২টো ফ্লপ হয়েছে বলে অস্ত্র ফেলে দিলেন। ট্যালেন্ট তো শেষ হয়ে যায়নি। নতুন ছবি শুরু করুন।’ আবার কারও মন্তব্য, ‘সব ছবিই যে ১০০০ কোটি টাকা কামাই করবে, তার কোনও মানে নেই। এখনও ট্যালেন্ট রয়েছে আপনার।’ আবার কারও পরামর্শ, ‘নতুন প্রজেক্ট শুরু করো ভাই। লোক তো এমনিও ভুলে যাবে।’ সবমিলিয়ে আমির খানকে ফের পুরোন ঝাঁজে সিনেপর্দায় দেখতে যে দর্শক অনুরাগীরা মরিয়া, তা বেশ বোঝা গেল।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

[আরও পড়ুন: খুচরো ব্যবসায়ীদের ‘ভাত মারছেন’ অমিতাভ! ১০ লক্ষ টাকা জরিমানার মুখে বিগ বি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement