Advertisement
Advertisement
Aamir Khan

সিনেমা নয়, সেক্স থেরাপিস্ট! গোপন পেশার খবর দিলেন আমির খান

সোশাল মিডিয়ায় ভাইরাল আমিরের সাক্ষাৎকার।

Aamir Khan Says He Can Be a intimacy Therapist
Published by: Akash Misra
  • Posted:August 5, 2024 9:32 pm
  • Updated:August 5, 2024 9:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎ করেই সোশাল মিডিয়ায় ভাইরাল ‘কফি উইথ করণে’ আমিরের সাক্ষাৎকার। যেখানে করণ জোহরের প্রশ্নে একেবারে ছক্কা মেরেছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। সেই সময় আমিরের সঙ্গে কিরণ রাওয়ের বিবাহবিচ্ছেদ হয়নি। তবে ফতিমা সানা শেখের সঙ্গে তাঁর প্রেম গুঞ্জন চলছে। ঠিক এই গুঞ্জনকে সঙ্গে নিয়েই করণের সোজা প্রশ্ন। যদি আমিরের জীবনে কোনও গোপন প্রতিভা থাকত, তা হলে তাঁদের মধ্যে যৌনস্বাস্থ্য সংক্রান্ত পরামর্শদাতা কে হতেন? আমির স্পষ্টই জানালেন, ”আমি। কারণ অনেকেই জানেন না, এ বিষয়ে আমার অগাধ জ্ঞান রয়েছে। তাই যৌনতা নিয়ে আমার কোনও কিছুতেই আপত্তি নেই।”

শেষ ৮ বছরে ‘হিট’-এর মুখ দেখেননি আমির খান। যে দুটো সিনেমার জন্য এক বুক আশা রেখেছিলেন, কোমর বেঁধে বহু কসরত করেছিলেন, সেই দুটো ছবির ব্যবসাই বিশ বাঁও জলে গিয়েছে। বহু পরিশ্রমের ফসল ‘ঠাগস অফ হিন্দোস্তান’ দিয়ে ডুবেছিলেন। আর ‘লাল সিং চাড্ডা’ও ফেরাতে পারেনি তাঁর কপাল। তারপর থেকেই যেন খানিকটা মুষড়ে পরেছেন আমির খান (Aamir Khan)। বর্তমানে লাইমলাইটের আড়ালেই থাকতে পছন্দ করেন। দুই বন্ধু শাহরুখ-সলমন মধ্যস্থতা করেও লাভ হয়নি! এদিকে আমির খানকে ফের পুরোন ঝাঁজে সিনেপর্দায় দেখতে মরিয়া দর্শক অনুরাগীরা। সেই আবহে ‘মহারাজ’ সিনেমা দিয়ে বলিউডে পা রেখেই কার্যত বোমা ফাটালেন জুনেইদ খান।

Advertisement

[আরও পড়ুন: জ্বলন্ত বাংলাদেশে কেমন আছেন? জানালেন চঞ্চল চৌধুরী, লড়াকু প্রজন্মকে কুর্নিশ তিশা-তাসনিয়ার]

সম্প্রতি এক সক্ষাৎকারে আমিরপুত্র জানিয়েছেন, তাঁর বাবার মন এখন অবসরের দিকে। রিটায়ারমেন্ট নিতে চাইছেন। প্রযোজনা সংস্থার ভবিষ্যৎ নিয়ে জুনেইদের মন্তব্য, “প্রযোজনা নিয়ে আমার অনেক পরিকল্পনা রয়েছে। অনেক সিনেমার সেটে থেকেছি। ক্যামেরার নেপথ্যে যেমন কাজ করেছি, তেমন ‘পিকে’ ছবির সময়ও কাজ করেছি। বহু বিজ্ঞাপনী ভিডিও শুট করেছি। এই তো ‘মহারাজ’-এর শুটিংয়ের পরও আমাদের আমির খান প্রযোজনা সংস্থার একটা প্রজেক্টের কাজ চলছিল, সেখানেও থেকেছি। কিরণ (রাও) তখন ‘লাপাতা লেডিজ’ তৈরি করছেন। আর বাবা ওই সারাদিন ‘অবসর নেব…’ পর্বের মধ্যে দিয়ে যাচ্ছেন। আমাকে বারবার বলতেন তখন- ‘আমি তো অবসর নিচ্ছি, তুমি নাহয় এবার প্রযোজনা সংস্থার দায়িত্বটা সামলাও।’ তো এইরকম একটা সময়ে আমি প্রযোজনা সংস্থায় ঢুকলাম। প্রযোজনা নিয়ে আমার ভাবনা বা চিন্তাধারা একটু আলাদা। আমি মনে করি ফিল্মমেকিংয়ের অন্যতম কঠিন দায়িত্ব এটা।” তাহলে কি এবার সিনেদুনিয়াকেই বিদায় জানাতে চলেছেন আমির খান? উত্তর লুকিয়ে ভবিষ্যতের গর্ভেই।

[আরও পড়ুন: সেনার দখলে বাংলাদেশ, ‘কঠিন সময় সেরে গিয়ে শান্তি ফিরুক’, প্রার্থনায় জিৎ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement