Advertisement
Advertisement
Aamir Khan

ব্রেক কে বাদ, বলিউডে ফিরছেন আমির খান! আবারও বায়োপিকে ভরসা?

‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পরই বড়পর্দা থেকে ব্রেক নিয়েছিলেন ৫৮ বছরের অভিনেতা।

Aamir Khan reportedly lock film on Ujjwal Nikam | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:August 26, 2023 2:53 pm
  • Updated:August 26, 2023 5:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘লাল সিং চাড্ডা’ ছবির বক্স অফিসে ভরাডুবি আমির খানের (Aamir Khan) কাছে বড় ধাক্কা। নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। সোশ্যাল মিডিয়াও ত্যাগ করেছেন। কালেভদ্রে তাঁকে কোথাও দেখা যায়। তবে এবার নাকি সন্ন্যাস ত্যাগ করে বলিউডের সংসারে ফিরতে চলেছেন ৫৮ বছরের অভিনেতা।

Aamir-Khan

Advertisement

সূত্রের খবর, দুঁদে আইনজীবী উজ্জ্বল নিকমের বায়োপিক তৈরি করতে চলেছেন আমির। আর তার জন্য প্রযোজক দীনেশ ভিজানের সঙ্গে হাত মিলিয়েছেন। শোনা এও যাচ্ছে, এই পরিকল্পনা আমিরের আজকের নয় অতিমারী শুরু হওয়ার আগের। তখনই উজ্জ্বল নিকমের জীবন কাহিনি জেনেছিলেন অভিনেতা। আর তা নিয়ে সিনেমা তৈরির জন্য মুখিয়েছিলেন। কিন্তু ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর ভেঙে পড়েছিলেন আমির। তবে এখন নাকি আর দীনেশ ভিজান মিলে ছবির কাজ শুরু করার তোড়জোর করছেন।

[আরও পড়ুন: ভানু বন্দ্যোপাধ্যায় চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়, প্রকাশ্যে ‘যমালয়ে জীবন্তু ভানু’ ছবির ঝলক]

এর আগে নিজের অবসর নিয়ে কথা বলতে গিয়ে আমির বলেছিলেন, “আপাতত, কিছুদিনের জন্য অভিনয় থেকে বিরতি নিতে চাই। এই সময়টা কোনও কাজ নয়। বরং পরিবারের সঙ্গে সময় কাটাব। নিজের সঙ্গে সময় কাটাব। প্রয়োজনে ছবি প্রযোজনা করব, কিন্তু অভিনয় নয়।” তবে উজ্জ্বল নিকমের বায়োপিক বলে কথা। আমির কি এমন চরিত্র ছাড়তে চাইবেন? তাঁর অনুরাগীরা অন্তত এমনটা চান না।

Aamir-Khan

১৯৯৩ সালের মুম্বইয়ের ধারাবাহিক বিস্ফোরণ, গুলশন কুমার, প্রমোদ মহাজনের মতো ব্যক্তিত্বের হত্যা ২০০৮ সালের মুম্বই হামলার মতো একাধিক হাই-প্রোফাইল মামলার সঙ্গে যুক্ত উজ্জ্বল নিকম। ২০১৩ সালে মুম্বইয়ের গণধর্ষণের মামলায় তিনি স্পেশ্যাল পাবলিক প্রসিকিউটর ছিলেন। ২০১৬ সালে প্রখ্যাত এই আইনজীবীকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়। জেড প্লাস নিরাপত্তা রয়েছে তাঁর।

[আরও পড়ুন: প্রথম ছবিতেই বাজিমাত, হলের বাইরে ভিড় দেখে মনে হচ্ছে ‘শোলে’, মদন বলছেন ‘ওহ লাভলি’]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement