Advertisement
Advertisement

Breaking News

Aamir Khan

দুর্ঘটনায় মৃত বন্ধুর মেয়ে, খবর পেয়েই গুজরাটে ছুটলেন আমির

বন্ধুর মেয়ের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন আমির।

Aamir Khan reaches Kutch to support friend's family after their daughter's tragic demise| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 23, 2024 3:11 pm
  • Updated:January 23, 2024 3:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎই বিমানবন্দরে আমির খান। পাপারাজ্জিরা তাঁকে দেখে ক্যামেরা নিয়ে পিছনে ছুটতেই, থমকে গেলেন আমির। চোখে মুখে তাঁর থমথমে ভাব। স্পষ্টই জানালেন, ”খুব খারাপ খবর পেয়ে গুজরাটে যাচ্ছি। তাই হাসিমুখে ছবি তুলতে পারব না, দুঃখিত।”

খবরটা হল, গুজরাটের কোতাই গ্রামে থাকেন আমিরের কাছের বন্ধু মহাবীর চাঁদ। এক দুর্ঘটনায় সম্প্রতি মৃত্যু হয়েছে মহাবীরের মেয়ের। এমন খবর কানে আসতেই কান্নায় ভেঙে পড়েন আমির। আর দেরি করেননি। শোকের দিনে বন্ধুর পাশে থাকতে উড়ে গিয়েছেন গুজরাটে।

Advertisement

[আরও পড়ুন: ‘বেশরম’ হওয়াই শাস্তি! ক্যাটরিনা-আলিয়া ডাক পেলেও অযোধ্যায় ব্রাত্য দীপিকা?]

 সাংবাদিকদের আমির জানিয়েছেন, ” আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মহাবীর, ভূজের কাছে কোতাই গ্রামের বাসিন্দা। লাগান ছবির সময়, ওর বাড়িতে প্রায় এক বছর ছিলাম। আমাদের অনেক সাহায্য করেছিলেন। এটা একটা পারিবারিক সম্পর্কের মতো হয়ে উঠেছিল। গতকাল, আমি ওঁর পরিবারে ঘটে যাওয়া এই খারাপ খবরটা জানতে পারি। ওঁর মেয়ে এক দুর্ঘটনায় মারা গিয়েছে। আমি এই খবর শুনে থাকতে পারিনি, তাই পরিবারের সঙ্গে দেখা করতে এখানে এসেছি।”

[আরও পড়ুন: ‘ভেবেচিন্তে কথা বলুন…’, রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিনই কেন এমন কথা মিঠুনের মুখে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement