Advertisement
Advertisement
Kiran Rao

প্রথম স্ত্রীর সামনেই দ্বিতীয় স্ত্রী কিরণকে চুমু, মেয়ের বিয়েতে ভাইরাল আমিরের কীর্তি! হতবাক নেটপাড়া

মেয়ে ইরা খানের বিয়েতে হাজির গোটা খানদান।

Aamir Khan Kisses Kiran Rao In Front of Ex Wife Reena Dutta at Ira Khan's Wedding | Sangbad Pratidin

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:January 4, 2024 10:48 am
  • Updated:January 4, 2024 10:48 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পর্কের বিচ্ছেদ সততই বিরহের। বিশেষত, সেই সম্পর্ক যদি প্রথমে প্রণয় এবং পরে পরিণয়ে পরিণত হয়, তাহলে মনঃকষ্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। যা কিনা পরবর্তীতে তিক্ততায় গড়ায়। তবে আমির খান কিন্তু এই বিষয়ে একেবারে ব্যতিক্রমী। বিচ্ছেদের এত কাল বাদেও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন। শুধু তাই নয়, নিয়ম করে তাঁদের ২ জনের সঙ্গে সপ্তাহে দু দিন দেখাও করেন। বিচ্ছেদেও তিক্ততা নেই। বরং মেয়ে ইরা খানের বিয়েতে হাজির গোটা খানদান।

কথাতেই আছে, ‘সবে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ!’ দুই প্রাক্তন স্ত্রীকে নিয়েই মেয়ের বিয়ের সমস্ত দায় দায়িত্ব পালন করলেন বাবা আমির। কারও মধ্যে কোনও মান-অভিমান নেই। সৎ মেয়ে ইরার বিয়েতে যেমন হাসিখুশিভাবে অভ্যর্থনা সারলেন, তেমনই প্রথম পক্ষের বউ রিনা আগলে রাখলেন কিরণ-আমিরের সন্তান আজাদকে। দিদির বিয়েতে সেজেগুজে হাজির দুই সৎ ভাই জুনেদ-আজাদও। একেবারে হাসিখুশি বড় পরিবার।

Advertisement

[আরও পড়ুন: ৮ কিমি দৌড়ে মণ্ডপে পৌঁছলেন আমির খানের ‘জামাই’, গেঞ্জি পরেই বিয়ে! হল দেদার ট্রোল]

সেখানেই দেখা গেল, দ্বিতীয় প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের গালে আমিরকে চুম্বন করতে। সামনেই প্রথম পক্ষের স্ত্রী রিনা দত্ত। আর ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ভাইরাল হতেও সময় নেয়নি। যা দেখে নেটপাড়ার মন্তব্য, “আমির খানের বুকের পাটা আছে!” শুধু তাই নয়, অনেকেই আবার প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, “এতই যখন ভালোবাসা তাহলে ডিভোর্সটা দিলেন কেন?”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

[আরও পড়ুন: মুম্বই ছেড়ে ভুটানে দিন কাটাচ্ছেন শাহিদ-মীরা! রাজা-রানির আপ্যায়ণে মুগ্ধ তারকাদম্পতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement