Advertisement
Advertisement

Breaking News

Aamir Khan

আর নয় লুকোছাপা! ৬০তম জন্মদিনের আগেই প্রকাশ্যে আমিরের প্রেমিকা

অনেকেই বলছেন, আমিরের জীবনের নতুন ইনিংস শুরু করা এখন শুধু অপেক্ষামাত্র!

Aamir Khan introduce his girlfriend Gauri on his pre birthday celebration
Published by: Sayani Sen
  • Posted:March 13, 2025 7:19 pm
  • Updated:March 13, 2025 7:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার বছর আগেই কিরণের সঙ্গে জীবনের পথ আলাদা হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, ঠিকানা বদলেছে আমিরের মন। নতুন মানুষের প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন মিস্টার পারফেক্টশনিস্ট। তবে একেবারে অন্তরালে রহস্যময়ী। নাম শোনা গেলেও, তাঁকে দেখা যায়নি। নতুন প্রেমিকাকে পাশে নিয়ে ৬০ তম প্রাক্ জন্মদিন উদযাপন করলেন আমির। তবে সে ছবি প্রকাশ্যে আসেনি।

Advertisement

শুক্রবারই জন্মদিন আমিরের। এবার আবার ৬০ তম জন্মদিন বলে কথা! তাই সেলিব্রেশনও বেশ জমকালো। বুধবার রাতেই তাঁর বাড়িতে শাহরুখ, সলমন খানরা যান। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের বন্ধুদের সঙ্গে প্রাক্ জন্মদিন উদযাপনে মাতেন আমির। ওই অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন নতুন প্রেমিকা গৌরী। তবে পাপ্পারাৎজিকে ছবি প্রকাশ্যে আনতে বারণ করেন আমির। অভিনেতার আবদার অবশ্য শোনেন সকলেই।

প্রসঙ্গত, বিচ্ছেদের এত কাল বাদেও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন আমির খান। প্রথম স্ত্রী রিনা দত্ত হোক কিংবা দ্বিতীয় স্ত্রী কিরণ রাও দুই প্রাক্তনের ক্ষেত্রেই বন্ধুত্ব অটুট। শুধু তাই নয়, নিয়ম করে তাঁদের দু জনের সঙ্গে সপ্তাহে দু দিন দেখাও করেন। বিচ্ছেদেও তিক্ততা নেই। প্রেম নিয়ে ৫৯-এর আমির খান এখনও খুল্লমখুল্লা। সম্প্রতি নিজমুখেই বলেছিলেন, “আমার দুই স্ত্রীকে জিজ্ঞেস করুন আমি কতটা রোম্যান্টিক।” সেই রোমান্টিসিজমে ভর করেই বেঙ্গালুরুর গৌরীর প্রেমে নতুন ইনিংস শুরু করলেন আমির খান! অনেকেই বলছেন, আমিরের জীবনের নতুন ইনিংস শুরু করা এখন শুধু অপেক্ষামাত্র!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub