Advertisement
Advertisement

Breaking News

SRK Salman Aamir

প্রকাশ্যেই শাহরুখ-সলমনের ঝগড়া, ‘আবার তোমরা…’ ধমক আমিরের! দেখুন ভিডিও

কী নিয়ে ঝগড়া বাঁধে দুই খানের?

Aamir Khan Calms Shah Rukh Khan-Salman Khan As They 'Fight Again' At Jamnagar Bash
Published by: Sandipta Bhanja
  • Posted:March 17, 2024 4:08 pm
  • Updated:March 17, 2024 4:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের খান সাম্রাজ্যে বরাবরই অটুট! তিন খানের মধ্যেও বেশ বন্ধুত্ব। অবসর পেলে একসঙ্গে রাতভর পার্টিও করেন। আবার সিনেপর্দায় একপ্রেমে ধরা দেওয়ার প্ল্যানও কষে ফেলেছেন ইতিমধ্যে। কিন্তু সম্প্রতি প্রকাশ্যেই শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান সলমন খান (Salman Khan)। আর দুই ভাইজানের সেই ঝগড়া থামাতে মধ্যস্থতায় দেখা গেল আমির খানকে (Aamir Khan)।

আদৌ কি শাহরুখ-সলমনের ঝগড়া হয়েছে? ঠিক কী ঘটেছে? সম্প্রতি আম্বানিদের অনুষ্ঠানে তিন খানকে একসঙ্গে দেখা গিয়েছিল। হু হু করে ভাইরাল হয়েছিল শাহরুখ-সলমন এবং আমির খানের নাচের ভিডিও। অনুরাগীরাও ততোধিক উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। কিন্তু সেখানেই শাহরুখ-সলমন জড়িয়েছিলেন কথা কাটাকাটিতে। যাঁদের থামাতে গিয়ে মধ্যস্থতা করতে হয় খোদ আমিরকে। কী নিয়ে ঝগড়া বাঁধে তাঁদের?

Advertisement

[আরও পড়ুন: ‘আবার আসিব ফিরে…’, নৈশ কনসার্টে মুম্বই কাঁপিয়ে বললেন শাহরুখে মুগ্ধ এড শিরান]

অনন্ত-রাধিকার প্রাকবিবাহ অনুষ্ঠানে আসলে শাহরুখ চেয়েছিলেন তাঁর সিনেমার কোনও গান বাজানো হোক। কিন্তু উলটে সেই একই আবদার জুড়ে দেন ভাইজানও। দাবাং ছবির গান চালানো হলে রেগে যান কিং খান। ব্যস, অমনি দুই বলিউড সুপারস্টারের মনোমালিন্য শুরু হয়! শেষমেশ রণে ভঙ্গ দিতে হয় মিস্টার পারফেকশনিস্টকে। জোর গলায় তিনি বলেন, “আবারও তোমরা ঝগড়া শুরু করলে? কারও নয়, আমার গান চলবে শুধু।” অবশেষে তাঁরা ঠিক করেন, আম্বানিদের পছন্দ করা গানেই পারফর্ম করবেন তাঁরা। এরপর RRR সিনেমার নাটু নাটু গানে কোমর দোলাতে দেখা যায় তিন খানকে। যদিও এই গোটা বিষয়টাই খুনসুঁটি করে হয়েছে। শাহরুখ-সলমন বরাবর ভালো বন্ধু। এবারেও তাঁদের মধ্যে কোনও ঝগড়া হয়নি। সেই রাতে কাঁধে কাঁধ মিলিয়ে নেচেছিলেন তিনজন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dharma 2.0 (@dharma2pointo)

[আরও পড়ুন: গুরুতর অসুস্থ পার্থসারথি দেব, হাসপাতালে অভিনেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement