Advertisement
Advertisement
Aamir Khan

প্রাক্তন কিরণকে নিয়ে মুসৌরিতে আমির, ডিভোর্সের পরও অটুট বন্ধন! ছেঁকে ধরল ভক্তরা

মুসৌরির স্কুলে আচমকাই মিস্টার পারফেকশনিস্ট। হুড়োহুড়ি-ধাক্কাধাক্কি পড়ে গেল!

Aamir Khan arrives in Mussoorie with ex-wife Kiran Rao | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:February 22, 2024 1:55 pm
  • Updated:February 22, 2024 4:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়ে ইরা খানের বিয়ের সময়ই বিগ ফ্যাট হ্যাপি ফ্যামিলি হিসেবে একফ্রেমে ধরা দিয়েছিলেন আমির খান (Aamir Khan), কিরণ রাওরা (Kiran Rao)। বিয়ের অনুষ্ঠানে প্রাক্তনের সঙ্গে মিস্টার পারফেকশনিস্টের মাখোমাখো রসায়ন, খুনসুঁটির ছবি-ভিডিও ভাইরাল হয়েছিল। এবার কিরণকে নিয়ে মুসৌরিতে গেলেন আমির খান।

আমির-কিরণের সঙ্গে রয়েছে তাঁদের সন্তান আজাদ রাও খানও। আচমকাই মৌসুরির এক স্কুলে ঢুঁ মারতে দেখা গেল আমির-কিরণকে। সেখানকার প্রিন্সিপাল এবং পড়ুয়াদের সঙ্গে কিছুক্ষণ কথাও বললেন অভিনেতা। আর বলিউড সুপারস্টারকে দেখে স্কুল চত্বরে একেবারে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি পড়ে গেল। কেউ অটোগ্রাফ নেওয়ার জন্য খাতা বাড়িয়ে দিলেন। আবার আমিরের সঙ্গে সেলফি তোলার জন্য লম্বা লাইনও পড়ে গেল। কিন্তু আচমকাই কেন মুসৌরির উডস্টক স্কুলে গেলেন অভিনেতা?

Advertisement

[আরও পড়ুন: মুক্তির আগে ইন্দ্রাণীর ডকু-সিরিজ দেখবে আদালত ও CBI, নজিরবিহীন রায় বম্বে হাই কোর্টের]

বলিউড মাধ্যম সূত্রে খবর, উডস্টক স্কুলে ছেলে আজাদকে ভর্তি করাতে চান আমির খান। সেইজন্যই খোঁজখবর নিতে গিয়েছিলেন তিনি। তবে শুধু স্কুলে সময় কাটিয়েই ক্ষান্ত থাকলেন না অভিনেতা। স্থানীয় লোকদের সঙ্গেও সময় কাটালেন আমির খান। খুদে কোলে ছবিও দেখা গেল অভিনেতার।

[আরও পড়ুন: কেমন দেখতে হল বিরাট-অনুষ্কার পুত্র? অকায়ের মিষ্টি ছবি ভাইরাল! দেখেছেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement