Advertisement
Advertisement
Aamir Khan

ফের একসঙ্গে আমির খান ও কিরণ রাও! জানেন দুই তারকাকে এক ছাদের তলায় আনছেন কে?

২০২১ সালে আমির ও কিরণ বিচ্ছেদ ঘোষণা করেন।

Aamir Khan and Kiran Rao will be part of Koffee with Karan| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 29, 2023 7:39 pm
  • Updated:November 29, 2023 7:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। আরেকজন দারুণ পরিচালক। ‘লগান’ ছবির শুটিং ফ্লোর থেকে আলাপ। তারপর বন্ধুত্ব, প্রেম এবং ২০০৫ সালে কিরণকে বিয়ে করেন আমির। ভালোই চলছিল সংসার। সারোগেসির মাধ্যমে আমির ও কিরণের জীবনে এসেছে পুত্র আজাদ রাও খান। কিন্তু হঠাৎই ২০২১ সালে আমির ও কিরণ দুজনেই ঠিক করে ফেললেন আলাদা হবেন। তবে থাকবে বন্ধুত্ব। শোনা যাচ্ছে, সেই বন্ধুত্বকে সঙ্গী করেই ফের এক ছাদের তলায় আসছেন আমির ও কিরণ!

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, আমির ও কিরণকে একসঙ্গে আনছেন করণ জোহর। হ্যাঁ, তাঁর টক শো কফি উইথ করণেই একসঙ্গে দেখা যাবে আমির ও কিরণকে। তবে এই প্রথম নয়, এর আগেও এই টক শোয়ে একসঙ্গে অংশ নিয়ে ছিলেন কিরণ ও আমির। সূত্র বলছে, আমির ও কিরণকে দিয়েই নাকি শেষ হবে এবারের ‘কফি উইথ করণ’।

Advertisement

[আরও পড়ুন: ‘জওয়ান-পাঠান টলিউডে হলে কেউ দেখবে না!’, বাঙালি দর্শকদের নিয়ে কী মত পরমব্রতর?]

প্রসঙ্গত, বিচ্ছেদ ঘোষণা করে আমির ও কিরণ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন। যেখানে তাঁরা লিখেছিলেন, ‘এই ১৫ বছরের দাম্পত্যে আমরা দু’জনে মধুর কিছু মুহূর্ত একসঙ্গে কাটিয়েছি। যা হাসি, আনন্দে ভরা। আর এর মধ্যে দিয়েই দু’জনের সম্পর্কে ধীরে ধীরে বিশ্বাস, সম্মান এবং ভালবাসা জন্ম নিয়েছিল। এখন আমরা দুজনেই জীবনের নতুন পর্ব শুরু করতে চলেছি। স্বামী-স্ত্রী হিসেবে নয়। বরং অভিভাবক হিসেবে, একটা পরিবার হিসেবে। এই সিদ্ধান্ত হঠাৎ করে নয়। আমরা বহুদিন আগে থেকেই আলাদা হয়ে যাওয়া নিয়ে চিন্তা করছিলাম। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। তবে এই সিদ্ধান্ত আমাদের সন্তান আজাদের উপর কোনওভাবেই প্রভাব পড়বে না। আমরা দু’জনেই আজাদকে বড় করে তুলব। একসঙ্গে ছবি ও পানি ফাউন্ডেশনের কাজ করব। আমাদের বন্ধু, আত্মীয়-পরিজনকে ধন্যবাদ আমাদের পাশে সব সময় থাকার জন্য। এই সময়টাতেও আপনাদের আর্শীবাদ ও শুভেচ্ছা চাই। এই বিবাহবিচ্ছেদকে কখনই শেষ হিসেবে নয়, বরং নতুন শুরু হিসেবে দেখার অনুরোধ করছি।’

[আরও পড়ুন: বাংলাদেশে পকেটমারির শিকার জীতু কমল, দেশে ফেরার আগে মহাফাঁপড়ে অভিনেতা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement