Advertisement
Advertisement
Aamir Khan

শেষমেশ ফতিমার সঙ্গেই আমিরের তৃতীয় বিয়ে! ফাঁস হল দিনক্ষণ

'দঙ্গল' ছবির শুটিং ফ্লোরেই ফতিমার প্রেমে পড়েন আমির।

Aamir Khan and Fatima Sana Shaikh to get married, tweets KRK| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:May 25, 2023 6:06 pm
  • Updated:May 25, 2023 6:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে চারহাত এক হতে চলেছে আমির খান ও ফতিমা সানা শেখের। দীর্ঘদিন ধরে ডেটিং করার পর ফতিমাকেই তৃতীয় স্ত্রী হিসেবে বাছতে চলেছেন আমির। সম্প্রতি ফতিমা ও আমির অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার পরেই এবার বিয়ের খবর রটে গেল গোটা বলিউডে। আর সূত্রপাত করলেন নিজেকে ফিল্মসমালোচক হিসেবে প্রতিষ্ঠীত করা কমল আর খান! বৃহস্পতিবার কমল এক টুইটের মধ্য়ে দিয়েই ফতিমা ও আমিরের বিয়ের খবর রটিয়ে দেন।

কমল টুইট করে লিখলেন, ”ফতিমাকে বিয়ে করতে চলেছেন আমির খান (Aamir Khan)। দঙ্গল ছবির শুটিংয়ের সময় থেকে ফতিমাকে ডেট করছেন আমির। এবার বিয়ে।”

Advertisement

কমল আর খানের এই টুইটের পরই বলিউড জুড়ে রটেছে চলতি বছরের শেষের দিকেই নাকি বিয়ে করবেন আমির ও ফতিমা। খুব শীঘ্রই নাকি এই বিয়ে নিয়ে প্রকাশ্য়ে জানাবেন তিনি। তবে আপাতত, এই নিয়ে মুখ খুলতে চাননি আমির ও ফতিমা কেউ-ই।

[আরও পড়ুন: শার্টলেস রণবীরকে দেখে হতবাক আলিয়া! করণের জন্মদিনে নয়া টুইস্ট ‘রকি অউর রানি’র]

অভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গে আমিরের সম্পর্কের কথা গুঞ্জনপাড়ায় নতুন নয়। ২০১৬ সালে মুক্তি পায় আমিরের দঙ্গল (Dangal) ছবি। এই ছবিতে সুন্দরী ফতিমা সানা শেখকে সুযোগ দেন আমির। শোনা যায়, ফতিমার অডিশন দেখে আমিরই সবুজ সংকেত দেখিয়েছিলেন। তারপর থেকেই আমির-ফতিমাকে নিয়ে গুঞ্জন শুরু। বলিউডের নানা পার্টিতে আমিরের সঙ্গে দেখা যেত ফতিমাকে। আমিরের হাতে হাত দিয়ে মুম্বইয়ের বহু জায়গাতেই ঘুরে বেড়াতে দেখা গিয়েছে ফতিমা ও আমিরকে। এ খবর কিরণ রাওয়ের কানেও গিয়ে পৌঁছায়। তবে এই গুঞ্জন আরও বেড়ে যায়, আমিরের কথাতে আদিত্য চোপড়ার ‘ঠগস অফ হিন্দুস্তান’ ছবিতে ফতিমার সুযোগ পাওয়ার পর থেকে। শোনা যায়, বহু প্রযোজক ও পরিচালককেও নাকি আমির নিজে ফোন করে ফতিমাকে সুযোগ দেওয়ার কথা বলেন। নিন্দুকেরা মনে করছেন ফতিমার প্রতি আমিরের এই প্রেমই ধীরে ধীরে কিরণ রাওয়ের সংসারে আগুন লাগায়। আর যার ফল এই বিবাহবিচ্ছেদ। আর এবার রটল, ফতিমার সঙ্গেই নাকি সাত পাকে বাঁধা পড়বেন আমির খান।

[আরও পড়ুন: ‘বাপ রে বাপ..’ ১৭০ কোটির সম্পত্তি? মাথা ঘুরে যাবে মনোজ বাজপেয়ীর কথায়!]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement