Advertisement
Advertisement

Breaking News

A video of Ranu Mondal dressed as a bride is going viral on social media

Ranu Mondal: বিয়ের পিঁড়িতে বসছেন রানু মণ্ডল? ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে জল্পনা

নতুন কনের বেশে ধরা দিলেন রানু।

A video of Ranu Mondal dressed as a bride is going viral on social media । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:April 14, 2022 5:50 pm
  • Updated:April 14, 2022 5:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনপ্রিয়তা এসেছে। এখন এক ডাকেই তাঁকে চেনেন সকলে। রানাঘাট স্টেশন থেকে সোজা বলিউড। রাতারাতি ভাগ্য বদলে গিয়েছিল রানু মণ্ডলের। হিমেশ রেশমিয়ার সঙ্গে গান করেছেন। তবে সেই উড়ান বেশিদিন ধরে রাখতে পারেননি রানু। খ্যাতিকে সঙ্গে নিয়েই ফিরেছেন রানাঘাটের ভাঙা বাড়িতে। যেন পুরনো অন্ধকারে ডুব দিয়েছেন। তবে রানু মণ্ডলের উত্থান আজও অনেককে ভরসা দেয়। সেই ভরসাতেই তাঁর সঙ্গে গান রেকর্ড করেছেন বাংলাদেশের হিরো আলম। রানু মণ্ডলের বায়োপিকের কাজও চলছে। ঠিক এই প্রেক্ষাপটে নববধূর সাজে ভাইরাল রানু মণ্ডল। এবার কি তবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি? তা নিয়েই চলছে জোর জল্পনা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওয় রানু মণ্ডলকে বধূ বেশে দেখা যায়। রানুর পরনে লাল বেনারসি। কপালে চন্দন। নাকে নথ। গা ভরতি গয়না। ঠিক যেন নতুন কনে! নববধূর সাজে ধরা দিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন রানু মণ্ডল। নতুন কনের সাজে ভুবন বাদ্যকরের গাওয়া ‘কাঁচা বাদাম’ গানও গাইতে শোনা গেল রানুকে।

Advertisement

[আরও পড়ুন: সাতপাকে বাঁধা পড়লেন আলিয়া ভাট ও রণবীর কাপুর]

রানুর ভিডিওটি নজর এড়ায়নি নেটিজেনদের। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় হু হু করে শেয়ার হচ্ছে। মন্তব্যেরও ঝড় বইছে। সকলের একটাই কৌতূহল, সত্যি কি বিয়ে করতে চলেছেন রানু? এই ভিডিওর সত্যতা যদিও যাচাই করেনি SangbadPratidin.in।

রানু মণ্ডলের তরফেও এই ভিডিও সম্পর্কে জানা যায়নি কিছুই। ঠিক কী কারণে আচমকা নববধূর বেশে ধরা দিলেন ভাইরাল তারকা, তা প্রায় সকলেরই অজানা। রানু মণ্ডলের তরফে আদৌ কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় কিনা, সেদিকেই নজর এখন প্রত্যেকের।

[আরও পড়ুন: ইলিশ ভাপা থেকে দই কাতলা, নববর্ষে দুয়ারে-দুয়ারে বাঙালি ভোজ পৌঁছে দেবে রাজ্য সরকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement