Advertisement
Advertisement
Salman

‘টাইগার ৩’র সেটে সলমনের ধূমপানের ভিডিও ভাইরাল! কী বললেন অনুরাগীরা?

দিওয়ালির সময় মুক্তি পাওয়ার কথা ছবিটির।

A video goes viral on social media claims the Salman is shooting for Tiger 3। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:April 23, 2023 3:25 pm
  • Updated:April 23, 2023 3:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদের সময়ে মুক্তি পেয়েছে সলমন খানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ (Kisi Ka Bhai Kisi Ki Jaan)। অনুরাগীদের হতাশ করে প্রথম দিন আশানুরূপ রোজগার হয়নি ছবির। তবে এর মধ্যেই ভাইজানকে দেখা গেল স্বমেজাজে। ভাইরাল হয়ে গিয়েছে একটি ভিডিও, যেখানে সলমনকে দেখা যাচ্ছে ধূমপানরত অবস্থায়। বলা হচ্ছে, এটা নাকি ‘টাইগার ৩’ (Tiger 3) ছবির সেটে তোলা। 

ভিডিওয় সলমনকে (Salman Khan) দেখা গিয়েছে কালো পোশাকে। ক্রু সদস্যদের সঙ্গে বসে রয়েছেন তিনি। হাতে সিগারেট। শ্যুটিংয়ের ফাঁকে রীতিমতো আড্ডার মেজাজেই রয়েছেন তিনি। যদিও ভিডিওটি সত্য়িই ‘টাইগার ৩’র শ্যুটিংয়েরই কিনা তা খতিয়ে দেখেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। এমন ভিডিও দেখে উত্তেজিত অনুরাগীরা। ছবিটি মুক্তি পাওয়ার কথা অক্টোবরে। সেকথা মাথায় রেখেই এক ভক্তের মন্তব্য, ‘দিওয়ালি যেন তাড়াতাড়ি চলে আসে’। আরেকজনের মন্তব্য, ‘এটা ভাইজানের সবচেয়ে বড় কামব্যাক হতে চলেছে।’ উল্লেখ্য, ২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘এক থা টাইগার’। ২০১৭ সালে এসেছিল ‘টাইগার জিন্দা হ্যায়’। এবার আসছে ছবির তৃতীয় সিক্যুয়েল। অবিনাশ সিং রাঠোর-রূপী সলমনকে দেখতে মুখিয়ে অনুরাগীরা।

Advertisement

[আরও পড়ুন: ‘নাগরিকত্ব প্রত্যাহার করেও আমাকে দমানো যাবে না’, সুর চড়াচ্ছেন ‘মোদি বিরোধী’ অভিনেতা]

এদিকে ‘কিসি কা ভাই কিসি কি জান’ বক্স অফিসে আশাহতই করেছে এখনও পর্যন্ত। প্রথম দিন মাত্র ১৫.৮১ কোটি টাকা রোজগার করেছিল ছবিটি। যা সলমনের ইদে মুক্তিপ্রাপ্ত আগের ছবিগুলির তুলনায় অনেক কম। শনিবার সেটা বেড়ে ২৫ কোটি হলেও শেষ পর্যন্ত এই ছবির ১৫০ কোটির গণ্ডি পেরনো কঠিন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এই পরিস্থিতিতে তাই অনুরাগীদের ‘পাখির চোখ’ রয়েছে ‘টাইগারে’র দিকেই। আপাতত তাই ভাইরাল ভিডিওতেই মজেছেন তাঁরা।

[আরও পড়ুন: যৌনতা আর গোপনীয়তায় ভরা মুঘল হারেম, কেমন ছিল সেই বন্দিনীদের জীবন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement