Advertisement
Advertisement
জাঙ্গিয়া রহস্য

যৌনকর্মীদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ, শর্টফিল্মের আয়ের পুরোটাই যাবে দুর্বার কমিটিতে

লকডাউনে সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়িতেই হয়েছে শুটিং। দেখে নিন ছবিটি।

A short film made for extends help for Sonagachi's sex workers
Published by: Sandipta Bhanja
  • Posted:April 21, 2020 9:08 pm
  • Updated:April 21, 2020 9:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউনের জেরে নিম্নবিত্ত শ্রেণির মানুষেরা যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। চরম সমস্যার সম্মুখীন হয়েছেন যৌনকর্মীরাও। খদ্দের নেই, বন্ধ রোজগার। বাড়িতে মজুত রসদও আর কত দিন চলবে! চিন্তায় দিন কাটছে অনেকেরই। যদিও তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন কেউ কেউ। দিন কয়েক আগেই সোনাগাছির যৌনকর্মীদের হাতে অত্যাবশকীয় জিনিসপত্র তুলে দিয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁদের এই দুর্দিনের কথা উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। এবার তাঁদের কথা ভেবেই টিভিওয়ালা মিডিয়ার উদ্যোগে তৈরি হল শর্টফিল্ম। মিনিট সাতেকের এই স্বল্প দৈর্ঘ্যের ছবি থেকে আয় হওয়া টাকার পুরোটাই চলে যাবে দুর্বার সংগঠনের কাছে যৌনকর্মীদের সাহায্যের জন্য।    

গোয়েন্দার নাম ‘ব্যোমকেশ’ নয় ‘লোমকেশ’! কমেডির মোড়কে গোয়েন্দা গল্প ‘জাঙ্গিয়া রহস্য’। চিত্রনাট্য এবং পরিচালনায় শৌভিক দাশগুপ্ত। লকডাউনের মাঝেই হঠাৎ হারিয়ে যায় একটি কমলা রঙের অন্তর্বাস। এ কি আসলে নিছক খোয়া যাওয়া নাকি চুরি? সন্দিহান অন্তর্বাসের মালিক। সাধের অন্তর্বাস খোয়া যাওয়ায়  ঘুম থেকে উঠে হন্তদন্ত হয়ে যুবক ডেকে তুলল তার বন্ধুকে। কিছু একটা উপায় বের করতেই হবে! কারণ, খোয়া যাওয়া ওই কমলা রঙের অন্তর্বাসটি নাকি তাদের লাকিচার্ম! যেটা পরে সে সিনেমার অডিশন দিতে যায়। আর সেই লাকি অন্তর্বাস পাওয়া না গেলে তাঁর কপালেও মনমতো ‘রোল’ জুটবে না। তবে, এতে তাঁর প্রিয় বন্ধুর একটু লোকসান হবে বইকী! কারণ, পছন্দমতো সিনেমার ‘রোল’ না পেলে বন্ধুর কাছ থেকে তাঁর ‘চিকেন রোল’ ট্রিটও বাতিল। ব্যস! দুই বন্ধু লেগে পড়ে লাকিচার্ম-এর খোঁজে। শেষ পর্যন্ত কীভাবে পাওয়া যায় সেই অন্তর্বাসটি?  এই নিয়েই তৈরি হয়েছে ‘জাঙ্গিয়া রহস্য’।

Advertisement

[আরও পড়ুন: শুটিং স্থগিত থাকলেও ‘থালাইভি’ সিনেমার কর্মীদের আর্থিক সাহায্য কঙ্গনার]

ছবিতে দেখা গেল প্রসূন, অপ্রতিম, ইন্দ্রজিৎ, সৌমেন্দ্র এবং জিতের মতো টেলিপর্দার অভিনেতাদের। সম্প্রতি এই ছোট ছবি মুক্তি পেয়েছে টিভিওয়ালা মিডিয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আর এই ‘জাঙ্গিয়া রহস্য’ তৈরির নেপথ্যে একটাই কারণ। সেটা হল এই ছবি থেকে আয় হওয়া সমস্ত টাকাই সোনাগাছির যৌনকর্মীদের সাহায্যের জন্য তুলে দেওয়া হবে। ‘রোটারাক্ট ক্লাব অফ গীতাঞ্জলি কলকাতা’র সঙ্গে যৌথভাবে অর্থ সংগ্রহ করতেই টিভিওয়ালা মিডিয়ার এই অভিনব উদ্যোগ। অনলাইনে এই ছোট ছবির প্রদর্শন মারফৎ যা টাকা সংগ্রহ করা যাবে, তা চলে যাবে দুর্বার কমিটির কাছে।

[আরও পড়ুন: ডাক্তাররাই প্রকৃত ‘হিরো’, বাস্তব চিত্র তুলে ধরল বিশ্বনাথের ‘রূপকথা’]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement