Advertisement
Advertisement

Breaking News

A R rahmen

সাধাসিধে দিলীপ থেকে সুরের জাদুকর, কীভাবে ‘মাদ্রাজ মোৎজার্ট’ হয়ে উঠলেন এ আর রহমান?

৫৬-এ পা দিলেন রহমান।

AR Rahman turns 56 | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 6, 2023 11:37 am
  • Updated:January 6, 2023 11:37 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাম ছিল এ.এস. দিলীপ কুমার। কিন্ত তাঁকে এখন গোটা দুনিয়া চেনেন এ আর রহমান নামেই। মাদ্রাজ মোৎজার্ট নামেও খ্যাত তিনি। অসংখ্য হিন্দি এবং দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন এ. আর. রহমান। সঙ্গীত জগতে অসাধারণ অবদানের জন্য তিনি পেয়েছেন একাধিক পুরস্কার। দুটি অস্কার, একটি বাফটা পুরস্কার, একটি গোল্ডেন গ্লোব, চারটি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড এবং ১৩ টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড রয়েছে তাঁর ঝুলিতে। শুক্রবার ৫৬ তে পা রাখলেন রহমান।

তা দিলীপ থেকে হঠাৎ রহমান হলেন কীভাবে?

Advertisement

শোনা যায়, ১৯৮৮ সালে যখন রহমানের ২১ বছর বয়স তখন তাঁর বোন কঠিন অসুখে আক্রান্ত হন। তখন আবদুল কাদের জিলানি নামের এক মুসলিম পীর তাঁর বোনকে সুস্থ করেন। মুসলিম পীরের দোয়ায় বোনের সুস্থতার পর রহমানের গোটা পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেন। তারপরই এস দিলীপ কুমার-এর নাম পরিবর্তিত হয়ে রাখা হয় আল্লারাখা রহমান।

রোজা ছবির গান থেকে দক্ষিণ থেকে বলিউড, গোটা ইন্ডাস্ট্রিতে ঝড় তোলেন এ আর রহমান। রোজার প্রত্যেকটি গান আজও সমান জনপ্রিয়। এরপর বহু দক্ষিণী ছবি, বহু বলিউড ছবিতে রহমানের সঙ্গীত মন ছুঁয়ে নেয় সঙ্গীতপ্রেমীদের। কখনও বম্বে, কখনও যোধা আকবর। তাল ছবির প্রত্যেকটি গানেই রহমান জাদুর কাঠি বুলিয়ে দেন। গুরু ছবির তেরে বিনা থেকে শুরু করে হালফিলের পরম সুন্দরী। রহমান মানেই নতুন সুরযাত্রা। বলা ভাল, সিনেমার গানকে নতুন পথ দেখান রহমান।

[আরও পড়ুন: ভালবাসার টান! পন্থের হাসপাতালের সামনে ঘুরঘুর করছেন উর্বশী?]

প্রসঙ্গত, সংগীত পরিচালক এ আর রহমানের সুরে মুগ্ধ গোটা বিশ্ব। অস্কার জিতে নেওয়ার পর থেকে তো গোটা বিশ্ব তাঁকে এক নামে চেনে। তবে শুধু চেনা নয়, এহেন প্রতিভাকে এবার বিশেষ সম্মান জানাল কানাডা। কানাডার ওন্টারিওর মরখম অঞ্চলে একটি রাস্তার নাম দেওয়া হল ‘আল্লারাখা রহমান স্ট্রিট’। এ খবর রহমানের কাছে পৌঁছতেই আবেগে ভাসলেন সংগীত পরিচালক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন এক আবেগঘন পোস্ট।

রহমান (AR Rahman ) তাঁর ইনস্টাগ্রামে পোস্টে লিখলেন, ‘আমি কখনও কল্পনাই করিনি এরকমটা আমার জীবনে ঘটবে। কানাডা সরকার ও মরখমের মেয়রকে ধন্যবাদ। আমার নামের অর্থ হল দয়ালু। যা কিনা ভগবানের একটি বৈশিষ্ট্য। আমার নামের অর্থকে সঙ্গে নিয়ে কানাডাবাসীর জীবনে শান্তি আসুক, সমৃদ্ধি আসুক এটাই প্রার্থনা করব। সবাই ভাল থাকুন।’

রহমান আরও লেখেন, ‘ভারতে আমার যে ভাইবোন রয়েছে, যাঁরা আমাকে ভালবাসেন, আমার কাজ ভালবাসেন, সবাইকে ধন্যবাদ। যাতে আপানদের আশা পূরণ করতে পারি সেটাই চেষ্টা করে যাব। আপনাদের ভালবাসাই আমার কাছে সব।”

রহমানের হাতে এখন অজস্র সিনেমার কাজ।  রহমানের হাতে রয়েছে বেশ কিছু হলিউড প্রোজেক্ট। এসবের মাঝে এই সুখবর পেয়ে দারুণ খুশি রহমান।

[আরও পড়ুন: ৫ কোটি রোজগারের মুরোদ নেই, পারিশ্রমিক ২০ কোটি! বলি তারকাদের কটাক্ষ করণের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement