সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তর্ক-বিতর্ক যাই থাক, এ আর রহমান (A. R. Rahman) থাকেন নিজের সুরের ভুবনে। যেখানেই নতুন কিছু দেখেন নিজের মোবাইলে রেকর্ড করে রাখেন। এবার এক বিদেশিনীর কণ্ঠে ‘মা তুঝে সালাম’ গানটি শুনে মুগ্ধ হয়ে গেলেন অস্কারজয়ী সঙ্গীতশিল্পী। গাড়ি থামিয়ে তা শুনলেন, আবার রেকর্ডও করে রাখলেন। এই গানের মধ্যেই রয়েছে ‘বন্দেমাতরম’ শব্দ।
১৯৯৭ সালে দেশের পঞ্চাশতম স্বাধীনতা দিবসের ঠিক আগে প্রকাশিত হয়েছিল রহমান ও সোনি মিউজিকের ‘বন্দেমাতরম’ অ্যালবাম। দেশ ও দেশবাসীকে ট্রিবিউট জানিয়েই অ্যালবামটি তৈরি করেছিলেন শিল্পী। অ্যালবামের মধ্যে ‘মা তুঝে সালাম’ গানটি সবচেয়ে বেশি জনপ্রিয় হয়। এই গানই বিদেশিনী গেয়েছেন।
ভিডিওটি কোথাকার তা জানা যায়নি। তবে ‘ভাইরাল ভায়ানি’র প্রোফাইল থেকে পাবলিশ করা হয়। গিটার হাতেই দাঁড়িয়েছিলেন বিদেশিনী। রহমানকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি। একটি গান শোনাতে চান। রহমান রাজি হতেই গিটার বাজিয়ে ‘মা তুঝে সালাম’ গাইতে শুরু করেন তরুণী। তার কণ্ঠ শুনে মুগ্ধ হয়ে যান রহমান। মোবাইল বের করে রেকর্ড করে নেন সুন্দর এই মুহূর্ত।
View this post on Instagram
উল্লেখ্য, কিছুদিন আগেই কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ কপাট’ গানের রিমেক করে নেটিজেনদের রোষানলে পড়েছিলেন রহমান। চাঁচাছোলা ভাষায় বিষয়টির নিন্দা করেন রাঘব-শিলাজিৎরা। নজরুল ইসলামের নাতি কাজী অরিন্দম ও নাতনি অনিন্দিতা কাজীও তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পরে ‘পিপ্পা’ টিমের পক্ষ থেকে বিবৃতি জারি করে ক্ষমা চাওয়া হয়। তবে সে সব এখন অতীত। এখন নিজের সঙ্গীত পরিচালনা ও লাইভ কনসার্ট নিয়ে ব্যস্ত অস্কারজয়ী শিল্পী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.