Advertisement
Advertisement

Breaking News

Web Series

কেমন ছিলেন দিল্লির সুলতানরা? নতুন ওয়েব সিরিজে ফুটে উঠবে দেশের অন্য ইতিহাস

এই সিরিজে অভিনয় করবে বলিউডের তাবড় তাবড় সব অভিনেতারা।

a new web series on Delhi Sultan dynasty| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 26, 2023 10:00 am
  • Updated:August 26, 2023 1:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীঘ্রই জনপ্রিয় এক ওটিটি প্ল্য়াটফর্মে আসতে চলেছে দিল্লির সুলতান সাম্রাজ্যের অজানা কাহিনি নিয়ে আসছে এক ঐতিহাসিক ওয়েব সিরিজ। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই সিরিজে অভিনয় করবে বলিউডের তাবড় তাবড় সব তারকা। তবে এখনই সবার নাম ফাঁস করতে চাইছেন না সিরিজের টিম।

দেরাদুনের বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিচালক কুনাল শামসের মাল্লা এই ওয়েব সিরিজের চিত্রনাট্য নিয়ে যথেষ্ট উৎসাহী। তিনি জানিয়েছেন এই ধরনের ঐতিহাসিক সত্যতা নিয়ে কাজ ভারতীয় চলচ্চিত্রে বিরল। ঐতিহাসিক শমীক বসু এই ওয়েব সিরিজের চিত্রনাট্যে সমস্ত তথ্য দিয়ে কাহিনি সাজিয়ে তুলেছেন এবং জানিয়েছেন জনসমক্ষে এই লুকিয়ে থাকা ইতিহাস ফুটে উঠলে এক নতুন অধ্যায় তৈরি হবে মানুষের মনে ।

Advertisement

[আরও পড়ুন: ‘প্রয়োজনে আবারও প্রতিবাদী মঞ্চে যাব’, টেলি সম্মান পেয়েও সোজাসাপটা কৌশিক সেন]

এই সিরিজে যেমন রয়েছেন দক্ষিণের প্রথমসারির অভিনেতা ও অভিনেত্রীরা তেমনই অনেক নতুন অভিনেতাকে দেখা যাবে এই সিরিজে। থাকতে পারেন টলিউডের অভিনেত্রীও। সমস্ত সিরিজের কাহিনি স্ক্রিনে ফুটিয়ে তুলবেন নেদারল্যান্ডের বিশিষ্ট সিনেমাটোগ্রাফার রল্ফ ডিকেন্স পাশাপাশি স্টান্ট ডিরেক্টরও আসছেন নেদারল্যান্ড থেকে। দু’জনে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। শিল্প নির্দেশনায় থাকছেন দক্ষিণ ভারতের এক পরিচিত শিল্পী। ১০ সেপ্টেম্বর প্রকাশ্য়ে সিরিজের অভিনেতাদের নাম।

এছাড়াও থাকছে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এক ঝাঁক নতুন প্রতিভা । প্রোডাকশন ডিজাইনের কাজ ভীষণ দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন বীরভূম জেলার ছেলে প্রশান্ত রায়। পাশাপাশি সিরিজের আবহকে সুরের মাধ্যমে ফুটিয়ে তুলছেন সৌম্য চক্রবর্তী । সূত্র অনুযায়ী, তাদের শিল্পনৈপুণ্যে এই কাজ এক অন্য মাত্রা পেতে চলেছে । মধ্যপ্রদেশে এই সিরিজের সমস্ত শুটিং হবে বলে জানা গিয়েছে । মধ্যপ্রদেশের ট্যুরিজম ডিপার্টমেন্ট এই বিষয়ে বিশেষ ভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সব মিলিয়ে ঐতিহাসিক এই সিরিজ আন্তর্জাতিক স্তরে পৌঁছে যাবে, সে কথাই বলছেন সিনেমাজগতের বিশিষ্টজনেরা।

[আরও পড়ুন: ‘প্রয়োজনে আবারও প্রতিবাদী মঞ্চে যাব’, টেলি সম্মান পেয়েও সোজাসাপটা কৌশিক সেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement