Advertisement
Advertisement
A leopard

ধারাবাহিকের শুটিংয়ে ফের ঢুকে পড়ল চিতাবাঘ, ফ্লোর জুড়ে হইচই, দেখুন ভিডিও

ফ্লোরে তখন হাজির ছিল ২০০ জন লোক।

A leopard, along with its cub, entered the sets of a Marathi TV serial| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 27, 2023 10:03 am
  • Updated:July 27, 2023 10:03 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ধারাবাহিকের শুটিং ফ্লোরে ঢুকে পড়ল চিতাবাঘ। সঙ্গে এবার তার শাবকও। মুম্বইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে ঘটেছে এমন ঘটনা। জানা গিয়েছে, মারাঠি টিভি ধারাবাহিকের শুটিং চলাকালীনই হুট করে শাবক নিয়ে শুটিং ফ্লোরে ঢুকে আসে চিতাবাঘ। ফ্লোরে তখন হাজির ছিল ২০০ জন লোক। এরপর বনদপ্তরকে খবর দেওয়ায় চিতাবাঘ ও তার শাবককে সরানো হয়।

প্রসঙ্গত, হিন্দি টেলিভিশনের দর্শকদের কাছে বেশ জনপ্রিয় ‘গুম হ্যায় কিসি কি প্যায়ার মে’ সিরিয়াল। সিরিয়ালের নায়ক শক্তি অরোরাও বেশ চেনা মুখ। তিনিই এই অজগরের ভিডিও শেয়ার করেন। কোথায় ধারাবাহিকের শুটিং হচ্ছিল তা জানা যায়নি। তবে ভিডিও দেখে মনে হচ্ছে অজগরকে দেখে সেটের ভিতরে হুলস্থূল কাণ্ড হয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: ‘এককালে নকশাল, বামপন্থী ছিলাম’, বলছেন ‘স্বঘোষিত মোদিভক্ত’ বিবেক অগ্নিহোত্রী]

ভিডিওর ক্যাপশনে শক্তি লিখেছিলেন, “এই সুন্দরীকে আজ আমাদের সেট থেকে ধরা হল আর যিনি ধরলেন তিনি জানালেন, এ অন্তত ১৫০টা ডিম দিয়েছে। চিন্তা করবেন না…একে নিরাপদে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।”

[আরও পড়ুন: ‘রাজনীতিতে নেই বলেই মহানায়ক সম্মান থেকে বাদ জিৎ?’, ক্ষোভে ফুঁসছেন ভক্তরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement