Advertisement
Advertisement

Breaking News

Salman Khan

বার্থডে বয় সলমনের জন্য পাত্রীর খোঁজ শুরু! কে নিল এই গুরু দায়িত্ব?

জন্মদিনে বড় চমক সলমনের।

A Kannada newspaper wish Salman Khan on his birthday in a new way| Sangbad Pratidin

সলমন খান। ছবি-ইনস্টাগ্রাম

Published by: Akash Misra
  • Posted:December 27, 2023 1:34 pm
  • Updated:December 27, 2023 3:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫৮ তে পা দিয়েও, বলিউডের চিরকুমার। হ্যান্ডসাম হাঙ্ক ভাইজান কি কারও দিল কা জান হবেন? হ্যাঁ, এই সংকল্প নিয়েই এবার মাঠে নেমেছে ম্যাঙ্গালোরের এক ম্যারেজ ব্যুরো।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। কন্নড় ভাষার একটি সংবাদপত্র অভিনব উপায়ে সলমনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এই সংস্থা সলমন খানের একটি ছবি প্রকাশ করে, তাঁর জন্য পাত্রীর খোঁজ করছেন। বিজ্ঞাপনে এই সংস্থা সলমনের উদ্দেশ্যে লিখলেন, বিয়ে করতে হলে, দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই বিজ্ঞাপন।

Advertisement
কন্নড় সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপন।

[আরও পড়ুন: লোকালয়ে ঢুকে পাঁচিলে বসে রোদ পোহাচ্ছে বাঘ! আতঙ্কে কাঁটা স্থানীয়রা, ভিডিও ভাইরাল]

সলমনের প্রেমিকার তালিকা অনেক লম্বা। সোমি আলি থেকে শুরু করে ঐশ্বর্য রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ। একডজন প্রেম করলেও, বিয়ের পিঁড়িতে বসতেই চাইছেন না সল্লু মিয়াঁ। নতুন বছরে কি সলমন কোনও সুখবর দেবেন? তার দিকেই তাকিয়ে ভাইজান ভক্তরা। 

বলিউড সূত্রের খবর,  পরিবারের সঙ্গেই ৫৮-এর জন্মদিন পালন করেছেন সলমন। কেক কেটে, পরিবারের লোকজনদের সঙ্গেই জমজমাট পার্টিতে মেতে ওঠেন সল্লু মিয়াঁ। এদিন কালো রঙের শার্ট ও ডেনিমে দেখা গিয়েছে বলিউডের ভাইজানকে। 

[আরও পড়ুন: পাক নির্বাচনে মুম্বই হামলার অন্যতম চক্রী হাফিজ সইদ! মৌলবাদীদের দখলে যাবে ইসলামাবাদ?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement