Advertisement
Advertisement

Breaking News

Arijit Singh

সঙ্গে থাকুক প্রিয় গায়ক, পিঠে অরিজিৎ সিংয়ের অটোগ্রাফকে ট্যাটু করালেন অনুরাগী!

এর আগে নিজে হাতে এঁকে শাহরুখকে ছবি উপহার দিয়েছিলেন এই যুবক।

A Fan from kolkata create Arijit singh Autograph as Tattoo| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 20, 2023 2:36 pm
  • Updated:February 20, 2023 2:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার, রবিবার কাটিয়ে সোমবারও সারা শহর অরিজিৎ সিংয়েই বুঁদ। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে অ্যাকোয়াটিকায় অরিজিৎ সিংয়ের কনসার্টের নানা ভিডিও ছবি। বিশেষ করে অরিজিৎ সিং ও রূপম ইসলামের যুগলবন্দি তো অনুরাগীদের মন কেড়ে নিয়েছে। তবে এরই মাঝে অরিজিতের এক অনুরাগী যা কাণ্ড ঘটালেন, তা দেখে হতবাক সবাই।

গপ্পোটা একটু বিশদে বলা যাক। পার্ক সার্কাসের যুবক এমডি ইউসুফ। অরিজিৎ সিংয়ের (Arijit Singh) গানের অন্ধ ভক্ত। তাই শহরে তাঁর কনসার্ট হওয়ার খবর পেয়েই একেবারে তৈরি ছিলেন। শনিবার অরিজিতের গানে বুঁদ হয়েই, অনুষ্ঠানের এক ফাঁকে দেখা করলেন  অরিজিতের সঙ্গে। আর শুধুই কী দেখা! প্রিয় গায়কের সামনে পেতে দিলেন পিঠ। পিঠেই অটোগ্রাফ করলেন অরিজিৎ। ব্যস, আনন্দে আত্মহারা ইউসুফ এরপর করলেন আরেক কাণ্ড। সুযোগ পেয়েই পৌঁছে গেলেন ট্যাটু করাতে। হ্যাঁ, প্রিয় গায়কের সই যাতে সারাজীবন সঙ্গে থাকে, সেই কারণেই অরিজিতের অটোগ্রাফকে ট্যাটুর আকার দিলেন ইউসুফ। সুযোগ পেয়ে গায়কের সঙ্গে তুললেন সেলফিও ।

Advertisement

[আরও পড়ুন: জন্মদিনে লাস্যময়ী মনামী, কালো মনোকিনি পরে জলের মধ্যেই কাটলেন কেক! ]

এর আগেও এমনটি ঘটিয়েছেন ইউসুফ। তবে তা শাহরুখের জন্য। কলকাতা চলচ্চিত্র উৎসবে যখন শহরে এসেছিলেন এসআরকে। তখন শাহরুখকে হাতে আঁকা ছবি উপহার দিয়েছিলেন তিনি। আর এবার অরিজিতের প্রেমে মত্ত হয়ে এমনটাই করলেন ইউসুফ।

[আরও পড়ুন: নওয়াজউদ্দিনের জন্য দুবাইয়ে আটকে, জুটছে না খাবার! বিস্ফোরক অভিনেতার পরিচারিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement