সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার, রবিবার কাটিয়ে সোমবারও সারা শহর অরিজিৎ সিংয়েই বুঁদ। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে অ্যাকোয়াটিকায় অরিজিৎ সিংয়ের কনসার্টের নানা ভিডিও ছবি। বিশেষ করে অরিজিৎ সিং ও রূপম ইসলামের যুগলবন্দি তো অনুরাগীদের মন কেড়ে নিয়েছে। তবে এরই মাঝে অরিজিতের এক অনুরাগী যা কাণ্ড ঘটালেন, তা দেখে হতবাক সবাই।
গপ্পোটা একটু বিশদে বলা যাক। পার্ক সার্কাসের যুবক এমডি ইউসুফ। অরিজিৎ সিংয়ের (Arijit Singh) গানের অন্ধ ভক্ত। তাই শহরে তাঁর কনসার্ট হওয়ার খবর পেয়েই একেবারে তৈরি ছিলেন। শনিবার অরিজিতের গানে বুঁদ হয়েই, অনুষ্ঠানের এক ফাঁকে দেখা করলেন অরিজিতের সঙ্গে। আর শুধুই কী দেখা! প্রিয় গায়কের সামনে পেতে দিলেন পিঠ। পিঠেই অটোগ্রাফ করলেন অরিজিৎ। ব্যস, আনন্দে আত্মহারা ইউসুফ এরপর করলেন আরেক কাণ্ড। সুযোগ পেয়েই পৌঁছে গেলেন ট্যাটু করাতে। হ্যাঁ, প্রিয় গায়কের সই যাতে সারাজীবন সঙ্গে থাকে, সেই কারণেই অরিজিতের অটোগ্রাফকে ট্যাটুর আকার দিলেন ইউসুফ। সুযোগ পেয়ে গায়কের সঙ্গে তুললেন সেলফিও ।
এর আগেও এমনটি ঘটিয়েছেন ইউসুফ। তবে তা শাহরুখের জন্য। কলকাতা চলচ্চিত্র উৎসবে যখন শহরে এসেছিলেন এসআরকে। তখন শাহরুখকে হাতে আঁকা ছবি উপহার দিয়েছিলেন তিনি। আর এবার অরিজিতের প্রেমে মত্ত হয়ে এমনটাই করলেন ইউসুফ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.