Advertisement
Advertisement
Case against Bollywood celeb

ধর্ষিতার পরিচয় জানিয়ে বিপাকে সলমন ও অক্ষয়-সহ ৩৮ অভিনেতা, দায়ের মামলা

অভিযুক্ত তারকাদের গ্রেপ্তারির দাবি তোলা হয়েছে।

A Case reportedly filed against 38 celebs including Ajay, Akshay, Salman for revealing a rape victim's identity | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 7, 2021 2:45 pm
  • Updated:September 7, 2021 2:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ সালে হায়দরাবাদ গণধর্ষণের ( 2019 Hyderabad gang rape and murder) ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন বলিউড ও দক্ষিণী তারকারা। তার জেরে ২০২১ সালে মামলা দায়ের হল। সলমন খান, অক্ষয় কুমার, অজয় দেবগন-সহ মোট ৩৮ জন তারকার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন দিল্লি নিবাসী আইনজীবী গৌরব গুলাটি (Gaurav Gulati)। তাঁর অভিযোগ, ক্ষোভ প্রকাশ করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় গণধর্ষিতার পরিচয় জানিয়ে দিয়েছেন প্রত্যেকে।

২০১৯ সালের নভেম্বর মাসে হায়দরাবাদের পশু-চিকিৎসকের গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসে। ২৬ বছরের তরুণীকে ধর্ষণ করে জ্যান্ত পুড়িয়ে খুন করার ঘটনায় স্তম্ভিত হয় আসমুদ্রহিমাচল। গোটা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি ওঠে। প্রতিবাদে মুখর হয়েছিলেন তারকারাও।  ঘটনাকে দিল্লির নির্ভয়া কাণ্ডের সঙ্গে তুলনা করে সলমন খান (Salman Khan) টুইটারে লেখেন “এরা মানুষের বেশে শয়তান। ” অক্ষয় কুমার (Akshay Kumar) লেখেন,  “ধর্ষণ বন্ধ করতে অতি অবশ্যই কঠোর আইন আনা উচিত।” 

Advertisement

A Case reportedly filed against 38 celebs including Ajay, Akshay, Salman for revealing a rape victim's identity

[আরও পড়ুন: এত্ত খরচ ভেনিসে! নিজেকে দেউলিয়া ঘোষণা করলেন Sreelekha Mitra]

ক্ষোভে ফেটে পড়েছিলেন, অজয় দেবগন (Ajay Devgn), ফারহান আখতার, রকুলপ্রীত সিংয়ের মতো তারকারা। দক্ষিণী তারকা আল্লু শিরিষ, রবি তেজা, চার্মি কউরও প্রতিবাদ করেছিলেন। অনেকেই পশুচিকিৎসকের নাম নিজেদের বার্তায় কিংবা হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করেছিলেন।  তাতেই তীব্র আপত্তি জানিয়েছিলেন দিল্লির আইনজীবী গৌতম গুলাটি।

দিল্লির সবজি মাণ্ডি থানায় অক্ষয়, সলমন-সহ মোট ৩৮ জন তারকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন গৌতম। পাশাপাশি তিস হাজারি আদালতে পিটিশনও দাখিল করেছেন তিনি। গৌতমের অভিযোগ, তারকাদের সামাজিক দায়িত্ববোধ থাকা উচিত ছিল। এভাবে একজন গণধর্ষিতার নাম তাঁদের প্রকাশ্যে লেখা উচিত হয়নি। ক্ষোভ, সমবেদনা প্রকাশ কিংবা প্রতিবাদ করার অনেক উপায় রয়েছে। এভাবে নির্যাতিতার নাম প্রকাশ্যে লেখা যায় না। শোনা গিয়েছে, এই দায়িত্বজ্ঞানহীনতার জন্য অভিযুক্ত তারকাদের গ্রেপ্তারির দাবি করেছেন দিল্লির আইনজীবী।  

[আরও পড়ুন: ওহ লাভলি! এবার আসছে মদন মিত্রর বায়োপিক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement