Advertisement
Advertisement

৯০ তম অস্কারে অদ্ভুত প্রেমের জয়, সেরা ‘দ্য শেপ অফ ওয়াটার’

কাদের হাতে উঠল অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস? দেখে নিন সম্পূর্ণ তালিকা।

90th Oscar award announced, best film goes to “The Shape of Water”
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 5, 2018 10:56 am
  • Updated:September 14, 2019 2:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দুনিয়ার সিনেমা প্রেমীদের নজর ছিল লস অ্যাঞ্জেলসে। ভারতীয় সময় সকাল দশটা নাগাদ ডলবি থিয়েটারে ঘোষণা হল ৯০ তম অস্কারের। দেখে নিন কারা কারা পেলেন পুরস্কার।

সেরা অভিনেতা: গ্যারি ওল্ডম্যান। ‘ডার্কেস্ট আওয়ার’ ছবির জন্য তিনি এই সম্মান পেলেন। এটি গ্যারির প্রথম অস্কার। সেই আনন্দে মঞ্চে তিনি উচ্ছ্বাসে মেতে ওঠেন।

Advertisement

সেরা অভিনেত্রী: ফ্র্যান্সেস ম্যাকডর্মান্ড পেয়েছেন এই পুরস্কার। ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসোরি’ ছবির জন্য পুরস্কৃত হন ষাট বছরের এই মার্কিন অভিনেত্রী।

[বাড়িতে সকলে মিলে বসে শ্রীদেবীর সিনেমা দেখতাম, নস্ট্যালজিক গুগল সিইও]

সেরা পরিচালক: গিলের্মো দেল তোরো। ‘দ্য শেপ অফ ওয়াটার’ সিনেমার জন্য সেরা পরিচালকের সম্মান পান তোরো।

সেরা ছবি: ‘দ্য শেপ অফ ওয়াটার’।

সেরা সহ অভিনেতা: স্যাম রকওয়েল। ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসোরি’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য তিনি পান সেরা সহ অভিনেতার পুরস্কার।

[নায়ক না জঙ্গি? রহস্য-রোমাঞ্চ নিয়ে হাজির ‘কবীর’-এর টিজার]

সেরা সহ অভিনেত্রী: অ্যালিসন জ্যানি। ‘আই, টনয়া’ ছবির জন্য এই  সম্মান পান অ্যালিসন।

সেরা বিদেশি ছবি: ‘অ্যা ফ্যান্টাসটিক উওম্যান’। স্প্যানিশ ভাষার এই ছবির বিষয় এক রূপান্তরকামীর জীবন।

OSCAR.jpg 2

সেরা অ্যানিমেটেড ছবি: ‘কোকো’। মার্কিন এই থ্রিডি অ্যানিমেটেড ছবি জুরিদের মন জয় করে নেয়।

সেরা গান: ‘কোকো’ সিনেমার ‘রিমেম্বার মি’।

সেরা চিত্রনাট্য (অরিজিনাল):  জর্ডান পিল। গেট আউট সিনেমার জন্য এই পুরস্কার পেলেন জর্ডান।

সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): জেমস আইভরি পেলেন কল মি বাই ইওর নেম সিনেমার জন্য।

সেরা অরিজিনাল স্কোর:  দ্য শেপ অফ ওয়াটার-এর জন্য অ্যালেকজান্দ্রে দেস্প্লাত।

এছাড়াও সেরা সাউন্ড এডিটিং ও সাউন্ড মিক্সিংয়ের পুরস্কার জিতে নিয়েছে ডানকার্ক। ব্লেড রানার ২০৪৯ ছবির জন্য সেরা সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতে নিয়েছেন রজার এ ডিকিন্স।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement