Advertisement
Advertisement

Breaking News

70th National Film Awards

জাতীয় পুরস্কার প্রাপ্তির পরও কৌশিক-শ্রাবন্তীর মনে বিষাদ, বিঁধছে RG Kar কাণ্ড

জাতীয় পুরস্কার নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন প্রীতম ও বিশাল ভরদ্বাজও।

70th National Film Awards: Kaushik Ganguly, Srabanti Chatterjee are in no mood of National Award celebration amidst RG Kar Row
Published by: Suparna Majumder
  • Posted:August 16, 2024 7:40 pm
  • Updated:August 16, 2024 8:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ অদ্ভুত পরিস্থিতি। একদিকে জাতীয় পুরস্কার (70th National Film Awards) পাওয়ার আনন্দ, অন্যদিকে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার বিষাদ। তাই তো ‘কাবেরী অন্তর্ধান’ সেরা বাংলা ছবির জাতীয় পুরস্কার পাওয়ার পরও সেলিব্রেশনের কোনও ইচ্ছে নেই পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মনে। জাতীয় পুরস্কার নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন প্রীতম ও বিশাল ভরদ্বাজও। 

Kaberi Antardhan

Advertisement

‘কাবেরী অন্তর্ধান’ ছবি নিয়ে অনেক লড়াই করতে কয়েছে পরিচালক কৌশিক ও তাঁর টিমকে। কোভিড কালে ছবির শুটিং পিছিয়ে যাওয়া, মুক্তির সময় হল বন্ধ, এমন বাধা বিপত্তি পেরিয়ে দর্শকের দরবারে আসে ছবিটি। পায় সমালোচকদের প্রশংসা। এবার পেল জাতীয় পুরস্কার। সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে পরিচালক জানান, জাতীয় পুরস্কার যে কোনও শিল্পীর কাছে অত্যন্ত গর্বের। আনন্দ আঢ্য (অপরাজিত ছবির জন্য সেরা প্রোডাকশন ডিজাইন) এবং সোমনাথ কুণ্ডুর (সেরা মেকআপ) জন্য তিনি ব্যক্তিগতভাবেও খুশি। কিন্তু পরিচালকের এই সাফল্য উদযাপন করার কোনও ইচ্ছে নেই।

[আরও পড়ুন: হিটের খরা কাটাতে কমেডির দ্বারস্থ অক্ষয়, কেমন হল ‘খেল খেল মে’? পড়ুন রিভিউ]

কৌশিক জানান, একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে সবাইকে যেতে হচ্ছে। কাবেরী আর নয়নতারার গল্পও অস্থির রাজনৈতিক সময়ের প্রেক্ষাপটে তৈরি। কোথাও যেন সিনেমা ও বাস্তব মিলেমিশে একাকার। এমন সময়ে পুরস্কার পাওয়া সম্মানের, গর্বও হচ্ছে কিন্তু উদযাপন করা হবে না। সেই উৎসাহ ব্যক্তিগতভাবে অনুভব করছেন না তিনি।

Kaushik-Ganguly

তাঁর অভিনীত ছবি জাতীয় পুরস্কার পেয়েছে এতে কৃতজ্ঞ শ্রাবন্তী। কিন্তু নায়িকারও সেলিব্রেশনের কোনও ইচ্ছে নেই। সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি জানান, মহিলা হিসেবে আর জি কর হাসাপাতালের তরুণী চিকিৎসকের এমন পরিণতি তিনি মেনে নিতে পারছেন না। তাঁকেও নানা সময়ে সোশাল মিডিয়ায় ট্রোল হতে হয়ে। এটাও তো এক ধরনের নির্যাতন। “মেয়েরা যদি মেয়েদের পাশে না দাঁড়ায়, তাহলে কে দাঁড়াবে আর! আমরা ভালভাবে বাঁচব কি করে?” বলেন অভিনেত্রী।

Srabanti Chatterjee trolled after posting picture of getting Corona Vaccine

প্রসঙ্গত, ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ১ শিবা’র জন্য সেরা সঙ্গীত পুরস্কারের জাতীয় পুরস্কার পেয়েছেন প্রীতম। এর জন্য বিচারক ও নিজের অনুরাগীদের ধন্যবাদ দিয়েছেন তিনি। অন্যদিকে ‘ফুরসত’ শর্ট ফিল্মের সঙ্গীত পরিচালনার জন্য নবম জাতীয় পুরস্কার পেয়ে খুশি বিশাল ভরদ্বাজও। “এবার ডাবল ডিজিটে প্রবেশের অপেক্ষা”, বলেন তিনি।

[আরও পড়ুন: আর জি করের মৃত চিকিৎসক আর বাবাকে জাতীয় পুরস্কার উৎসর্গ সোমনাথ কুণ্ডুর, জানালেন অনুভূতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement