সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে #MeToo নিয়ে বারবার মুখ খুলেছেন গায়িকা সোনা মহাপাত্র। তাঁর অভিযোগের পর সংগীত পরিচালক অনু মালিককে খোয়াতে হয় ইন্ডিয়ান আইডলের বিচারকের পদ। তখন সোনার পাশে দাঁড়িয়েছিলেন নেটিজেনরা। কিন্তু এবার যখন গায়িকা খোলামেলা পোশাকে ছবি পোস্ট করলেন, তখন সেই নেটিজেনরাই তাঁর সমালোচনা করল। শরীর নিয়ে একের পর এক তির্যক মন্তব্যের শিকার হতে হল তাঁকে।
সম্প্রতি টুইটারে কয়েকটি ছবি পোস্ট করেছেন সোনা মহাপাত্র। সেখানে গায়িকাকে কালো মনোকিনিতে দেখা গিয়েছে। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হন সোনা। তাঁর ছবিতে কমেন্ট পড়ে, তিনি তো #MeToo নিয়ে কথা বলেন। আবার এমন জামাকাপড়ও পরেন? কেউ আবার তাঁকে জামাকাপড় পরার পরামর্শ দেন। অনেকে তো সরাসরি তাঁর শরীর নিয়েও কথা বলেন। একজন তো তাঁকে ‘যৌনকর্মী’ও বলে বসেন।
I shared some last evening & ppl wrote in saying “wearing slut clothes & then saying #MeToo ?! “. Some felt let down, “thought you were a serious person?!”. Many sent ❤️& 🔥. I refuse to fit in to any box, just like I refuse to suck in my well earned belly.2020 here I Come! pic.twitter.com/Hx7uOvvYqt
— ShutUpSona (@sonamohapatra) December 31, 2019
Grateful for all writing in.The first category of people show themselves to the rest of the world & hopefully someone in their life’s will teach them the concept of ‘consent’ & how clothes or lack of them doesn’t justify anyone attacking a woman. 2020 here I Come. #SonaOnTheRocks pic.twitter.com/VrsJLggMKc
— ShutUpSona (@sonamohapatra) December 31, 2019
The second category of people should throw away any notion of me living up to their idea of a intense, thinking, serious, loving & therefore only khadi or fully covered woman, your Sanskari’pan or idea of ‘worthy woman’ is not mine,no apologies from me therefore. #SonaOnTheRocks pic.twitter.com/bshtgojLMu
— ShutUpSona (@sonamohapatra) December 31, 2019
For the third lot who sent me love, right back at you!You give me strength everyday.
I hear the music.
I hear a beat.
From the universe around.
From within.🎶🎶
Own your spirit.
Own your journey.
Own your belly.
Don’t suck any of it https://t.co/ry3O1dMlcy
2020 here I Come pic.twitter.com/gXyWjVttaM— ShutUpSona (@sonamohapatra) December 31, 2019
এই সব কমেন্টের উপযুক্ত জবাব দেন সোনা। লেখেন, এসব নিয়ে তাঁর কিছু যায় আসে না। নেটিজেনরা তাঁকে বলেছ ঠিকই যে তিনি যৌনকর্মীদের মতো পোশাক পরেছেন। অথবা, তাঁর মতো সিরিয়াস মানুষের এমন পোশাক পরা মানায় না। কিন্তু তিনি এই কমেন্টগুলি নিয়ে মাথা ঘামান না। নিজের মতামতের সঙ্গে আরও ছবি পোস্ট করেন সোনা।
I shared some last evening & ppl wrote in saying “wearing slut clothes & then saying #MeToo ?! “. Some felt let down, “thought you were a serious person?!”. Many sent ❤️& 🔥. I refuse to fit in to any box, just like I refuse to suck in my well earned belly.2020 here I Come! pic.twitter.com/Hx7uOvvYqt
— ShutUpSona (@sonamohapatra) December 31, 2019
অবশ্য সোনা যে শুধু সমালোচিত হয়েছেন, তা নয়। অনেকে গায়িকার পাশেও দাঁড়িয়েছেন। কেউ বলেছেন, এমন কথায় যেন গায়িকা পাত্তা না দেন। কেউ আবার লিখেছেন, নিজের মতো করে থাকুন তিনি। কেউ আবার সোনার পাশাপাশি ব্যাকগ্রাউন্ডেরও প্রশংসা করেছেন। কেউ নিন্দুকদের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.