সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা চলচ্চিত্র উৎসবের কাউন্টডাউন শুরু। যে সিনে উৎসবের জন্য সারা বছর অধীর আগ্রহে বসে থাকেন সিনেপ্রেমীরা, ৪ ডিসেম্বর সেই অপেক্ষার অবসান। ইতিমধ্যেই সেজে উঠেছে নন্দন চত্বর। সেজে উঠেছে শহরের নানা কোণাও। এবার এই সিনে উৎসবের একটাই মন্ত্র ‘বাংলার মাটিতে বিশ্বের ছবি’।
এ বছর কলকাতা চলচ্চিত্র উৎসব পা দিতে চলেছে ৩০ বছরে। তাই অন্যবারের তুলনায় আরও জাঁকজমক দেখবে তিলোত্তমা। ছবির প্রদর্শনেও তাই অভিনবত্ব রাখা হচ্ছে। এবারের উৎসবের থিম সং-এর ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং গানের কথা লিখেছেন ও গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। গত বছর থিম সং শোনা গিয়েছিল অরিজিৎ সিংয়ের কণ্ঠে। ৪ ডিসেম্বর জাঁকজমক অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠান হবে ধনধান্য প্রেক্ষাগৃহে। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে কিংবদন্তি পরিচালক তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’।
এবারের ফোকাস কান্ট্রি ‘ফ্রান্স’। কিংবদন্তি ফরাসী পরিচালকদের বেশ কিছু ছবি দেখানো হবে এবারের চলচ্চিত্র উৎসবে। শতবর্ষ শ্রদ্ধার্ঘ তালিকায় এবার রয়েছেন, তপন সিনহা, মার্লন ব্র্যান্ডো, মার্সেলো মাস্ত্রোইয়ানি, হরিসাধন দাশগুপ্ত, অরুন্ধতী দেবী, আক্কেনেনি নাগেশ্বরা রাও, বংশী চন্দ্র গুপ্ত, মহম্মদ রফি, তলত মহমুদ, মদন মোহনের মতো কিংবদন্তিদের। স্পেশাল ট্রিবিউট জানানো হবে কুমার সাহানি, অ্যালিন ডেলন, অনুপ কুমার মুখোপাধ্যায়, গৌতম হালদার, উৎপলেন্দু চক্রবর্তী, মনোজ মিত্রর মতো কিংবদন্তি শিল্পীদের।
এবারের চলচ্চিত্র উৎসবে দেখানো হবে মোট ১৮০ টি ছবি। নন্দন, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ ছাড়াও ছবি দেখানো হবে নজরুল তীর্থ, নবীনা, নিউ এম্পেয়ার, রাধা স্টুডিও, অজন্তা সিনেমা, রবীন্দ্র ওকাকুরা ভবন, মেনকা সিনেমা, স্টার থিয়েটার, সাউথ সিটি, কোয়েস্ট মল, মেট্রো সিনেমা, মণি স্কয়্যার পিভিআর, গ্লোব সিনেমায়। এখানেই শেষ নয়। ফেস্টিভ্যালের প্রতিটি দিন নন্দন চত্বরের একতা মঞ্চে বসবে বিশেষ সিনে আড্ডা। ৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে এই উৎসব চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.