সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma) মৃত্যুর রেশ এখনও কাটেনি। এর মধ্যেই ২৩ বছরের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়াল ছত্তিশগড় রাজ্যে। মৃতের নাম লীনা নাগবংশী (Leena Nagvanshi)। বাড়িতেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
গত ২৪ ডিসেম্বর সিরিয়ালের সেটে তুনিশার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিনেত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ইতিমধ্যে তাঁর সিরিয়ালের নায়ক শিজান মহম্মদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ সিজানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তুনিশার। তা ভেঙে যাওয়ার পরই আত্মঘাতী হয়েছেন কুড়ি বছরের তারকা। মঙ্গলবার তুনিশার শেষকৃত্য সম্পন্ন হয়। এদিনই আবার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লীনা নাগবংশীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
জানা গিয়েছে, ছত্তিশগড়ের রায়গড় জেলার বাসিন্দা লীনা বিকম সেকেন্ড ইয়ারের ছাত্রী। পরিবারের সবচেয়ে ছোট সদস্য ছিলেন তিনি। কলেজে পড়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করতেন। তার মাধ্যমে লাইক, শেয়ার ও কমেন্টও পেতেন। মঙ্গলবার পড়াশোনা করার কথা বলে বাড়ির ছাদে গিয়েছিলেন লীনা। তাঁর মা গিয়েছিলেন বাইরে। ঘণ্টা খানেক পরে বাড়িতে ফেরার পর মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান।
লীনাকে ওই অবস্থায় দেখেই চিৎকার করে ওঠেন তাঁর মা। ছুটে আসে লোকজন। ২৩ বছরের তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তরুণ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে মৃত বলে ঘোষণা করা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। শোনা গিয়েছে, ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় লীনার দেহ উদ্ধার হয়েছিল। পাশে কোনও স্যুইসাইড নোট উদ্ধার হয়নি। মনে করা হচ্ছে আত্মঘাতী হয়েছেন লীনা নাগবংশী। যদি তাই-ই হয় এর কারণ কী? তা জানার চেষ্টা করছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.