সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যানসার নিয়ে ঠাট্টা! ‘ডেথ স্টান্ট’-এর মাশুল গুনতে হচ্ছে পুনম পাণ্ডেকে। মহাফাঁপড়ে মডেল অভিনেত্রী! কানপুরে পুনম এবং তাঁর স্বামী স্যাম বম্বের (Sam Bombay) বিরুদ্ধে দায়ের হল ১০০ কোটি টাকার মানহানি মামলা। নিজের জন্মভূমিতেই আইনি বিপাকে মডেল অভিনেত্রী।
পুনম পাণ্ডে (Poonam Pandey) চেয়েছিলেন সার্ভাইক্যাল ক্যানসার নিয়ে সচেতনতার বার্তা দিতে। কিন্তু হয়ে গেল উলট পুরাণ! নিজের মৃত্যু নিয়ে তো বটেই, এমনকী ক্যানসারের মতো মারণরোগ নিয়ে তাঁর বদ রসিকতার জেরে খেপে উঠেছেন ভক্তরা। যে পুনম পাণ্ডে ছিলেন এযাবৎকাল নীলদুনিয়ার রাতরানি, গত কয়েকদিনে তিনি একেবারে সোশাল মিডিয়ার ‘ভিলেন’ হয়ে উঠেছেন! এবার মানহানি মামলায় জড়ালেন মডেল অভিনেত্রী।
বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, কানপুরের পুলিশ কমিশনারের কাছে পুনম পাণ্ডের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন ফয়জান আনসারি নামে এক ব্যক্তি। সেই অভিযোগনামায় সাফ লেখা- ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে পুনম পাণ্ডে এবং তাঁর স্বামীর বিরুদ্ধে। শুধু তাই নয়, তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার অনুরোধও জানিয়েছেন ওই ব্যক্তি।
कानपुर: अभिनेत्री पूनम पांडे और उनके पति सैम के खिलाफ 100 करोड़ की मानहानि का केस…।
FIR के लिए कानपुर पुलिस कमिश्नर को दी है तहरीर…।
अभिनेत्री पूनम ने सर्विकल कैंसर से मौत को लेकर फैलाई थी झूठी अफवाह…।#kanpur #PoonamPandey pic.twitter.com/zhVnrHsmKw
— Dilip Singh (@dileepsinghlive) February 11, 2024
এফআইআর-এ উল্লেখ রয়েছে, “পুনম পাণ্ডে এবং স্যাম বম্বে ডেথ স্টান্টের ষড়যন্ত্র করেছেন। এমনকী, ক্যানসারের মতো মারণ রোগ নিয়েও ছেলেখেলা করেছেন তাঁরা। পুনম পাণ্ডে আসলে নিজের প্রচারের স্বার্থেই এমন গিমিক করে গোটা বলিউড এবং দেশবাসীর আবেগে আঘাত হেনেছেন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.