সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘লুটেরা’ সিনেমায় বাঙালি মেয়ের অভিনয় করতে গিয়ে কম কসরত করতে হয়নি সোনাক্ষী সিনহাকে! বারবার শাড়ি বদলাতে গিয়ে রীতিমতো ঘাম ছুটে গিয়েছিল নায়িকার। এদিকে চরিত্রে ঢুকতে গিয়ে স্বার্থত্যাগ করতে হয়েছিল রণবীর সিংকেও। কী ঘটেছিল? নিজেই শেয়ার কলেন অভিনেত্রী।
‘লুটেরা’ ছবিতে এক সম্ভ্রান্ত জমিদার পরিবারের মেয়ে পাখির চরিত্রে দেখা গিয়েছিল সোনাক্ষী সিনহাকে। তবে শান্তশিষ্ট বঙ্গকন্যার ভূমিকায় অভিনয় করতে গিয়ে প্রথমটায় হোঁচটই খান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নায়িকা জানান, পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানির সঙ্গে গোড়ায় কাজ করা খুব একটা সহজ হয়নি। দুজনেই ভিন্ন ঘরানার সিনেমায় কাজ করেছেন। তবে পরে অভিনেত্রীর উপরই সবটা ছেড়ে দিয়েছিলেন বিক্রমাদিত্য। পরবর্তী ম্যাজিক পর্দায় বিগত ১০ বছর আগে দেখে ফেলেছেন দর্শকরা। কিন্তু এই সিনেমার শুটিংয়েই ঘটে মজার ঘটনা।
কী সেটা? ‘সওয়ার লু’ গানটির শুট করতে গিয়ে ১৩ বার শাড়ি বদলাতে হয়েছিল সোনাক্ষী সিনহাকে। একদিনে গোটা গানের মন্তাজ শুট হয়েছিল। আর সেই জন্যই এতবার শাড়িবদল। সহ-অভিনেতা রণবীর সিংয়ের চরিত্রটি নিয়েও মুখ খোলেন তিনি। জানান, ‘লুটেরা’ সিনেমায় শুটের সময় কফি খাওয়া ছেড়ে দিয়েছিলেন তিনি। রণবীর বলেছিলেন, ‘এই চরিত্রের সঙ্গে তাল মেলাতে হলে আমার এত এনার্জির প্রয়োজন নেই এখন।’
২০১৩ সালে ৫ জুলাই মুক্তি পেয়েছিল ‘লুটেরা’। তার ১০ বছর পূর্তিতে রণবীর সিং, সোনাক্ষী সিনহা দুই তারকাই শুটের স্মৃতিচারণায় মশগুল। অভিনেতার মন্তব্য, “সময়ের সঙ্গে স্মৃতি হয়তো আবছা হয়েছে তবে মুছে যায়নি। কালজয়ী সিনেমা।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.