Advertisement
Advertisement
vivek agnihotri

‘মহাভারত’ নিয়ে ছবি বানাতে চলেছেন বিবেক অগ্নিহোত্রী, স্টারকাস্টে থাকছেন কারা?

ইতিমধ্যেই নাকি চিত্রনাট্য লিখে ফেলেছেন বিবেক।

The kashmir files director vivek agnihotri says he wants to make mahabharat| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 18, 2023 9:55 am
  • Updated:August 18, 2023 9:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক ব্যাপারটা একেবারে হাতের মুঠোয় রেখেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ‘দ্য় কাশ্মীর ফাইলস’ ছবির পর যেন সেই বিতর্ক ব্যাপারটাকে অভ্য়াস বানিয়ে ফেলেছেন বিবেক। আর তাই তো কাশ্মীর ফাইলস ছবির বিতর্ককে সঙ্গে নিয়েই দ্য ভ্য়াকসিন ওয়ার ছবিতে হাত দিয়েছেন পরিচালক। আর এবার ‘মহাভারত’কে বলিউডের পর্দায় নিয়ে আসার পরিকল্পনা করে ফেলেছেন বিবেক অগ্নিহোত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই জানালেন বিবেক। ‘দ্য ভ্য়াকসিন ওয়ার’ ছবির পরই নাকি মহাভারত ছবির চিত্রনাট্য়ে হাত দেবেন বিবেক। বিবেকের কথায়, ‘‘সবাই এত দিন ধরে রটিয়ে বেড়িয়েছেন যে, আমি নাকি ‘মহাভারত’ নিয়ে ছবি বানাচ্ছি। এত দিন ধরে আমি সেটা শুনেই যাচ্ছি। এ সব শুনেই আমি ভাবলাম, সত্যিই তো! আমি ‘মহাভারত’ নিয়ে ছবি বানাচ্ছি না কেন! আমি জীবনে এত পড়াশুনো করেছি, গবেষণা করেছি। তা হলে ছবি কেন বানাব না!’’ সঙ্গে বিবেক আরও বলেন, ‘আমি যদি মহাভারত বানাই, তা হলে একেবারে পুরাণের ধাঁচেই বানাব।’’

Advertisement

বিবেককে প্রশ্ন করা হয় তাঁর মহাভারতের স্টারকাস্ট সম্পর্কে। বিবেক জানিয়েছেন, তাঁর মহাভারত হবে বিগবাজেট এবং ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতাদের নিয়েই তিনি কাজ করবেন।

[আরও পড়ুন: ‘বই লিখে কী লাভ?’ লেখালেখি থেকে অবসর নেবেন তসলিমা! পোস্ট ঘিরে জল্পনা]

‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি তৈরি করে গোটা দেশ, দুনিয়ায় রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বক্স অফিসে রেকর্ড ব্যবসা করেছিল এই ছবি। তবে শুধু ব্যবসা নয়, সমালোচকদের কাছ থেকেই দারুণ প্রশংসা কুড়িয়েছিল ‘দ্য কাশ্মীর ফাইলস’। তারপর থেকেই চর্চায় ছিলেন পরিচালক বিবেক। তাঁর পরের ছবি কী? তা নিয়েও আলোচনা চলছিল বলিউডে। সব গুঞ্জনে ইতি দিয়ে এবার বিবেক নিজেই সোশ্য়াল মিডিয়ায় জানিয়ে দিয়েছিলেন, তাঁর নতুন ছবির নাম ও বিষয়। সঙ্গে প্রকাশ্যে এনেছিলেন ছবির পোস্টারও। বিবেকের নতুন ছবির নাম ‘ভ্যাকসিন ওয়ার’ (The Vaccine War)।

[আরও পড়ুন: খাগড়াগড় বিস্ফোরণের স্মৃতি উসকে প্রকাশ্যে ‘রক্তবীজ’-এর ঝাঁজালো মোশন পোস্টার, দেখুন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement