Advertisement
Advertisement

Breaking News

SS Rajamouli

‘নাটু নাটু’র পর এবার স্টান্ট ডিজাইনের জন্য অস্কার মঞ্চে প্রশংসিত ‘RRR’! পরিচালক রাজামৌলি বললেন…

স্টান্ট ডিজাইনের জন্য একটি নতুন বিভাগ ঘোষণা করেছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ।

SS Rajamouli 'thrilled' at RRR's mention as Oscars

ছবি সংগৃহীত

Published by: Manasi Nath
  • Posted:April 11, 2025 9:50 pm
  • Updated:April 11, 2025 9:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘RRR’ সিনেমার ‘নাটু নাটু’ গানের জন্য সেরা অরিজিনাল সংয়ের পুরস্কার জিতে নিয়েছিল সুরকার এমএম কিরাবাণী ও গীতিকার চন্দ্র বোস। এই সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত ছিলেন ছবির পরিচালক এস এস রাজামৌলি। এবার ছবির মুকুটে জুড়ল আরও এক পালক। ১০০তম অস্কার অনুষ্ঠানে স্টান্ট ডিজাইনের জন্য একটি নতুন বিভাগ ঘোষণা করা হয়েছে। সেই ঘোষণায় উঠে এসেছে রাজামৌলির ‘RRR’ প্রসঙ্গ। 

বৃহস্পতিবার এক ঘোষণায় অ্যাকাডেমি স্টান্ট ডিজাইনের জন্য নতুন বিভাগ চালুর কথা জানিয়েছে । যেসব ছবি ২০২৭ সালে মুক্তি পাবে তাদের মধ্যে থেকে সেরা স্টান্ট বিজয়ীকে বেছে নেওয়া হবে ২০২৮- এর অস্কারের মঞ্চে। এই নতুন বিভাগ ঘোষণার সময় অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস যে তিনটি ছবি তাদের অফিসিয়াল সোশাল মিডিয়া পেজে শেয়ার করেছেন তার মধ্যে একটি রাজমৌলি পরিচালিত ‘RRR’। অস্কারের তরফে এই ঘোষণা দেখে উচ্ছ্বসিত পরিচালক।

Advertisement

নিজের সোশাল মিডিয়া পেজে অস্কার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে পরিচালক লিখেছেন, ‘অবশেষে ১০০ বছরের অপেক্ষার অবসান। অস্কারের নতুন স্টান্ট ডিজাইন বিভাগের কথা জেনে আমি অত্যন্ত আনন্দিত। এই ঐতিহাসিক ঘোষণার জন্য আমি ডেভিড লিচ, ক্রিস ও’হারা, দ্য অকাডেমির সিইও বিল ক্রামার, প্রেসিডেন্ট জানেট ইয়াং সহ চলচ্চিত্রে স্টান্টের সঙ্গে যুক্ত সকলকে অসংখ্য ধন্যবাদ। ঘোষণায় RRRএর ভিজ্যুয়াল দেখে আমি রোমাঞ্চিত।’ এভাবেই নিজের আনন্দ ও সুখবর দুই অনুরাগী ও নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিয়েছেন পরিচালক রাজামৌলি। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement