Advertisement
Advertisement

বন্ধ হয়ে যাচ্ছে সিআইডি? কী বলছে চ্যানেল কর্তৃপক্ষ?

১৯৯৮ সাল থেকে এই ধারাবাহিকের সম্প্রচার শুরু হয়।

CID to Bid Goodbye?
Published by: Bishakha Pal
  • Posted:October 22, 2018 9:11 pm
  • Updated:October 22, 2018 9:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা ২১ বছর চলেছিল ‘সিআইডি’। এসিপি প্রদ্যুম্ন, দয়া আর অভিজিতের রহস্য অভিযান আর টানটান উত্তেজনা এতদিন দর্শককে মাতিয়ে রেখেছিল। এবার সেসব অতীত। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়িই নাকি বন্ধ হয়ে যাবে ‘সিআইডি’ ধারাবাহিক।

২৭ অক্টোবর নাকি ‘সিআইডি’-র শেষ এপিসোড দেখানো হয়েছে। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এই খবর। ধারাবাহিকের মূল চরিত্র ছিল এসিপি প্রদ্যুম্ন, দয়া আর অভিজিৎ। এই তিনটি চরিত্রে অভিনয় করতেন শিবাজি সত্যম (এসিপি প্রদ্যুম্ন), আদিত্য শ্রীবাস্তব (অভিজিৎ) ও দয়ানন্দ শেট্টি (দয়া)। দীর্ঘ ২১ বছরের সময়কালে অনেক অভিনেতা এসেছেন, গিয়েছেন। কিন্তু এরা কেউই স্থায়ী হননি। প্রথম থেকে শেষ পর্যন্ত টিকে গিয়েছেন এই তিনজন।

Advertisement

ডিসেম্বরে চারহাত এক হচ্ছে কপিল শর্মার, পাত্রীটি কে? ]

তবে চ্যানেল কর্তৃপক্ষের তরফে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। কিন্তু এটুকু জানা গিয়েছে ‘সিআইডি’ তেমন টিআরপি পাচ্ছে না। তার চেয়ে অন্য ধারাবাহিক অনেক বেশি টিআরপি পায়। কিন্তু সৌজন্যবশত ‘সিআইডি’ দেখানো হচ্ছিল। স্লট অন্য কোনও ধারাবাহিককে দেওয়া হচ্ছিল না। অথচ সেই স্লটে অন্য ধারাবাহিক চললে মুনাফা হত অনেক বেশি। তাই শেষ পর্যন্ত নাকি সিদ্ধান্ত নিয়েই ফেলেছে কর্তৃপক্ষ। পরের মাস থেকে আর পর্দায় দেখা যাবে না এসিপি প্রদ্যুম্ন, দয়া আর অভিজিৎকে।

এতদিনে ‘সিআইডি’-র প্রায় ১ হাজার ৫৪৬টি এপিসোড দেখানো হয়েছে। এটি পরিচালনা করতেন বি পি সিং ও প্রদীপ উপ্পুর। ফায়ারওয়ার্কস প্রোডাকশনের আওতায় ধারাবাহিকটি সম্প্রচারিত হত। ১৯৯৮ সাল থেকে ওই ধারাবাহিকের টেলিকাস্ট শুরু হয়েছিল। এতদিনে হয়তো তার ইতি হল।

#MeToo অভিযোগের জের, ‘ইন্ডিয়ান আইডল ১০’ থেকে বাদ অনু মালিক ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement