Advertisement
Advertisement

Breaking News

যুবতীকে লাগাতার ধর্ষণে অভিযুক্ত ‘চেন্নাই এক্সপ্রেস’ খ্যাত প্রযোজক

নির্যাতিতাকে ব্ল্যাকমেলিংয়ের চেষ্টা অভিযুক্তর।

Chennai Express producer held for raping woman
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 23, 2017 9:58 am
  • Updated:September 23, 2017 9:58 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুবতীকে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হল ‘চেন্নাই এক্সপ্রেস’-এর অন্যতম প্রযোজক করিম মোরানিকে। সুপ্রিম কোর্টে অগ্রিম জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে অভিযুক্ত। শনিবারই আদালতে তোলা হবে তাকে।

[মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে সার্জেন্টকে ধাক্কা, গ্রেপ্তার অভিনেত্রী]

Advertisement

হায়দরাবাদের ২৫ বছরের ওই যুবতীর অভিযোগ, বলিউড পরিচালকের সঙ্গে তাঁর দেখা হয়েছিল বন্ধুর বিয়েতে। পাত্রীর কাকা হিসেবে বিয়েতে এসেছিল সে। সেখান থেকেই পরিচিতি গড়ে ওঠে। দেখা-সাক্ষাৎও হয়। এরই মাঝে সুযোগ পেয়ে তাঁকে ধর্ষণ করে ওই প্রযোজক। আর হুমকি দেয়, কাউকে কিছু বললে তাঁর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবে। ধর্ষণের পালা বহু দিন ধরে চলতে থাকে। ২০১৬ সালে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে তাঁকে অভিনয়ের জন্য ডাকা হয়। সেখানেও করিম তাঁকে একাধিকবার ধর্ষণ করে। শেষে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। ধর্ষণ ও হুমকি দেওয়ার মামলা দায়ের করা হয়।

[‘গোলমাল এগেইন’-এর ট্রেলারেই চমকে দিলেন তুষার কাপুর]

বিষয়টি নিম্ন আদালতে উঠলে প্রথমে করিমের অগ্রিম জামিন মঞ্জুর হয়। কিন্তু চলতি বছরের মার্চ মাসেই সেই নির্দেশ খারিজ করে দেয় নিম্ন আদালতই। কারণ আদালতের কাছে তথ্য গোপন করেছিল বলিউড ছবির ওই প্রযোজক। টুজি স্পেকট্রাম কেলেঙ্কারিতেও যে সে জড়িত তা আদালতকে জানায়নি করিম। এই রায় বহাল রাখে অন্ধ্রপ্রদেশ হাই কোর্টও। ২২ সেপ্টেম্বর তাকে পুলিশের কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়। হাই কোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতেও আরজি জানায় প্রযোজক। কিন্তু সে আবেদনও খারিজ হয়ে যায়। তাই হায়দরাবাদের হায়াতনগর পুলিশ স্টেশনে শুক্রবার আত্মসমর্পণ করে করিম। তার দাবি, দুই পক্ষের সম্মতিতেই শারীরিক সম্পর্ক হয়েছিল। আদতে কী হয়েছিল, তা খতিয়ে দেখা হবে বলে জানান দ্বায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার জে নরেন্দর গৌড়।

[‘গোয়েন্দা গিন্নি’র পর এবার দ্বৈত চরিত্রে ছোটপর্দায় ইন্দ্রাণী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement