Advertisement
Advertisement

Breaking News

জমজমাট আইফার মঞ্চ, এক নজরে সেরার সেরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সময় সকাল সাড়ে পাঁচটা। কিন্তু স্যোশাল সাইটের পেজ ভরে উঠছে সেলিব্রিটিদের পোস্টে। আর হবে নাই বা কেন, আইফা অ্যাওয়ার্ড বলে কথা। এবছর নিউইয়র্কে অনুষ্ঠিত হল ১৮ তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। বিদেশের মাটিতে ভারতীয় ছবির সবচেয়ে জনপ্রিয় অ্যাওয়ার্ড সেরেমনি। প্রায় গোটা বলিউডই উপস্থিত ছিল নিউইয়র্কের টাইমস স্কোয়ারে। গ্রিন কার্পেটে […]

Check out the winner list of IIFA Awards 2017
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 16, 2017 10:22 am
  • Updated:August 9, 2021 7:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সময় সকাল সাড়ে পাঁচটা। কিন্তু স্যোশাল সাইটের পেজ ভরে উঠছে সেলিব্রিটিদের পোস্টে। আর হবে নাই বা কেন, আইফা অ্যাওয়ার্ড বলে কথা। এবছর নিউইয়র্কে অনুষ্ঠিত হল ১৮ তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। বিদেশের মাটিতে ভারতীয় ছবির সবচেয়ে জনপ্রিয় অ্যাওয়ার্ড সেরেমনি। প্রায় গোটা বলিউডই উপস্থিত ছিল নিউইয়র্কের টাইমস স্কোয়ারে। গ্রিন কার্পেটে নজর কাড়লেন আলিয়া, সোনাক্ষী, বরুণ থেকে শুরু করে প্রীতি জিন্টা, বিপাশা বসু, শিল্পী শেট্টি-সহ আরও অনেকে।

DE2IGUCXYAArEbS

Advertisement

 

DE1gwHSUIAAqzjP

DE1I1hZXYAEUblr

DE1I6DdW0AA6el_

[হঠাৎ কেন রণবীরের উপর ক্ষুব্ধ হলেন সিনিয়র বচ্চন?]

DE1I47eW0AEfKvE

DE1J8fwXgAAMOJS

DE1JSkDWAAE1kyM

DE1JxtsXgAEXBT6

[ফেডারেশনের বিরুদ্ধে এবার বনধের পথে ইমপা]

DE1KjvsXkAAjrtX

আইফার মঞ্চ মানেই ঘটনার ঘনঘটা। প্রথমদিন থেকেই একসঙ্গে আইফার সেরেমনিতে গিয়ে খবরের শীর্ষে সলমন-ক্যাটরিনা। এবছর অ্যাওয়ার্ড সেরেমনি শেষ হয় সলমনের পারফরম্যান্স দিয়ে, তবে শুধু ডান্স পারফরম্যান্স নয়, গানও গাইলেন তিনি।

 

ক্যাটরিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বরুণ ও আলিয়া। তাঁর জনপ্রিয় গান কালা চশমায় মঞ্চ কাঁপালেন ক্যাটরিনা।

katrina

বাবা ডেভিড ধাওয়ানের তিরিশ বছরের কেরিয়ার নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন বরুণ ধাওয়ান।

varun dhawan

[পর্দায় ‘শিবা ট্রিলজি’ ফুটিয়ে তুলবেন বনশালি, আর শিব হবেন…]

দেখতে দেখতে সংগীত জীবনের ২৫ বছর কাটিয়ে দিলেন সংগীত পরিচালক এ আর রহমান। গানের জগতে তাঁর এই অবদানের জন্য তাঁর হাতে তুলে দেওয়া হয় স্পেশাল অ্যাওয়ার্ড।

ar rahman

একনজরে দেখে নিন, কোন বিভাগে কে হলেন সেরার সেরা-

tapsee

আইফা উওম্যান অফ দ্য ইয়ার ২০১৭ – তপসি পান্নু

style icon

স্টাইল আইকন অফ দ্য ইয়ার- আলিয়া ভাট

amitabh bhattacharya

সেরা সংগীত পরিচালক- প্রীতম (অ্যায় দিল হ্যায় মুশকিল)

সেরা গীতিকার- অমিতাভ ভট্টাচার্য (চান্না মেরেয়া-অ্যায় দিল হ্যায় মুশকিল)

amit mishra

সেরা গায়ক- অমিত মিশ্র (অ্যায় দিল হ্যায় মুশকিল)

tulsi kumar

kanika kappo

সেরা গায়িকা- তুলসী কুমার (এয়ারলিফট) এবং কণিকা কাপুর (উড়তা পাঞ্জাব)

diljit

সেরা নবাগত অভিনেতা- দিলজিৎ দোসাঞ্জ (উড়তা পাঞ্জাব)

disha

সেরা নবাগত অভিনেত্রী- দিশা পাটানি (এম এস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি)

anupam kher

সেরা সহ অভিনেতা- অনুপম খের (এম এস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি)

shabana azmi

সেরা সহ অভিনেত্রী- শাবানা আজমি (নীরজা)

varun

সেরা কৌতুক অভিনেতা- বরুণ ধাওয়ান (ঢিসুম)

jim

সেরা খলচরিত্রের অভিনেতা- জিম সর্ভ (নীরজা)

shahid

সেরা অভিনেতা- শাহিদ কাপুর (উড়তা পাঞ্জাব)

alia

সেরা অভিনেত্রী- আলিয়া ভাট (উড়তা পাঞ্জাব)

aniruddha

সেরা পরিচালক- অনিরুদ্ধ রায় চৌধুরি (পিঙ্ক)

neerja

সেরা ছবি- নীরজা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement