সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সময় সকাল সাড়ে পাঁচটা। কিন্তু স্যোশাল সাইটের পেজ ভরে উঠছে সেলিব্রিটিদের পোস্টে। আর হবে নাই বা কেন, আইফা অ্যাওয়ার্ড বলে কথা। এবছর নিউইয়র্কে অনুষ্ঠিত হল ১৮ তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। বিদেশের মাটিতে ভারতীয় ছবির সবচেয়ে জনপ্রিয় অ্যাওয়ার্ড সেরেমনি। প্রায় গোটা বলিউডই উপস্থিত ছিল নিউইয়র্কের টাইমস স্কোয়ারে। গ্রিন কার্পেটে নজর কাড়লেন আলিয়া, সোনাক্ষী, বরুণ থেকে শুরু করে প্রীতি জিন্টা, বিপাশা বসু, শিল্পী শেট্টি-সহ আরও অনেকে।
[হঠাৎ কেন রণবীরের উপর ক্ষুব্ধ হলেন সিনিয়র বচ্চন?]
[ফেডারেশনের বিরুদ্ধে এবার বনধের পথে ইমপা]
আইফার মঞ্চ মানেই ঘটনার ঘনঘটা। প্রথমদিন থেকেই একসঙ্গে আইফার সেরেমনিতে গিয়ে খবরের শীর্ষে সলমন-ক্যাটরিনা। এবছর অ্যাওয়ার্ড সেরেমনি শেষ হয় সলমনের পারফরম্যান্স দিয়ে, তবে শুধু ডান্স পারফরম্যান্স নয়, গানও গাইলেন তিনি।
Here you go @BeingSalmanKhan singing .. #IIFAAwards2017 pic.twitter.com/Y7CXgCPXnK
— Riteish Deshmukh (@Riteishd) July 16, 2017
ক্যাটরিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বরুণ ও আলিয়া। তাঁর জনপ্রিয় গান কালা চশমায় মঞ্চ কাঁপালেন ক্যাটরিনা।
বাবা ডেভিড ধাওয়ানের তিরিশ বছরের কেরিয়ার নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন বরুণ ধাওয়ান।
[পর্দায় ‘শিবা ট্রিলজি’ ফুটিয়ে তুলবেন বনশালি, আর শিব হবেন…]
দেখতে দেখতে সংগীত জীবনের ২৫ বছর কাটিয়ে দিলেন সংগীত পরিচালক এ আর রহমান। গানের জগতে তাঁর এই অবদানের জন্য তাঁর হাতে তুলে দেওয়া হয় স্পেশাল অ্যাওয়ার্ড।
একনজরে দেখে নিন, কোন বিভাগে কে হলেন সেরার সেরা-
আইফা উওম্যান অফ দ্য ইয়ার ২০১৭ – তপসি পান্নু
স্টাইল আইকন অফ দ্য ইয়ার- আলিয়া ভাট
সেরা সংগীত পরিচালক- প্রীতম (অ্যায় দিল হ্যায় মুশকিল)
সেরা গীতিকার- অমিতাভ ভট্টাচার্য (চান্না মেরেয়া-অ্যায় দিল হ্যায় মুশকিল)
সেরা গায়ক- অমিত মিশ্র (অ্যায় দিল হ্যায় মুশকিল)
সেরা গায়িকা- তুলসী কুমার (এয়ারলিফট) এবং কণিকা কাপুর (উড়তা পাঞ্জাব)
সেরা নবাগত অভিনেতা- দিলজিৎ দোসাঞ্জ (উড়তা পাঞ্জাব)
সেরা নবাগত অভিনেত্রী- দিশা পাটানি (এম এস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি)
সেরা সহ অভিনেতা- অনুপম খের (এম এস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি)
সেরা সহ অভিনেত্রী- শাবানা আজমি (নীরজা)
সেরা কৌতুক অভিনেতা- বরুণ ধাওয়ান (ঢিসুম)
সেরা খলচরিত্রের অভিনেতা- জিম সর্ভ (নীরজা)
সেরা অভিনেতা- শাহিদ কাপুর (উড়তা পাঞ্জাব)
সেরা অভিনেত্রী- আলিয়া ভাট (উড়তা পাঞ্জাব)
সেরা পরিচালক- অনিরুদ্ধ রায় চৌধুরি (পিঙ্ক)
সেরা ছবি- নীরজা
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.