Advertisement
Advertisement

Breaking News

আত্মহত্যা হিমেশের ফার্মের সিইও-র, চাঞ্চল্য বলিউডে

হিমেশ রেশমিয়াকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি আত্মহত্যার কারণ সম্পর্কে আলোকপাত করতে পারেননি।

CEO of Himesh Reshammiya's firm hangs himself
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 13, 2016 2:13 pm
  • Updated:December 13, 2016 2:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আত্মহত্যা করলেন হিমেশ রেশমিয়ার মিউজিক ফার্মের সিইও। রবিবার রাতে নিজের ওশিয়ারার বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন অ্যান্ডি সিং নামে ওই ব্যক্তি।
পুলিশ জানিয়েছে, যে রাতে আত্মহত্যা করেন অ্যান্ডি, তখন বাড়িতে তাঁর মা আর প্রেমিকা দু’জনেই উপস্থিত ছিলেন। তাঁরা এ ব্যাপারে কিছু জানতে পারেননি বলেই জানিয়েছেন পুলিশকে। মায়ের শাড়িতে ফাঁস দিয়ে সিলিং থেকে ঝুলে আত্মহত্যা করেন অ্যান্ডি। একটা ভারি কিছু পড়ে যাওয়ার শব্দ পেয়ে উপরের ঘরের দিকে ছুটে যান তাঁরা বলে পুলিশকে জানিয়েছেন অ্যান্ডির মা ও প্রেমিকা। গিয়ে তাঁরা অ্যান্ডির ঝুলন্ত দেহ দেখতে পান এবং খবর দেন পুলিশে।
পুলিশ জানিয়েছে, আত্মহত্যার অকুস্থল থেকে এমন কিছু উদ্ধার হয়নি, যা থেকে আত্মহত্যার কারণ জানা যেতে পারে। এমনকী কোনও সুইসাইড নোটও পাওয়া যায়নি। হিমেশ রেশমিয়াকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে তিনিও আত্মহত্যার কারণ সম্পর্কে আলোকপাত করতে পারেননি। পুলিশ আপাতত ঘটনাটির তদন্ত করছে।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement